তোলাবাজি ঠেকাতে এসে ছুরির কোপে জখম যুবক

breakingnews অপরাধ কলকাতা শহর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তালতলা থানা এলাকার আঘা মেহেদী স্ট্রিটে এক যুবককে ছুড়ির কোপ। NRS হাসপাতালে ভর্তি ওই যুবকের নাম সাফি আহমেদ। অভিযোগ, সবজির দোকানে তোলাবাজি করতে আসে কয়েকজন(টাকা না দিয়ে সবজি রোজ নিয়ে যায়)।
গতকাল শনিবার রাতে নেশাগ্রস্থ অবস্থায় এসে ঝামেলা শুরু করে। দোকানদারের ছেলে সাফি আহমেদ ঝামেলা থামাতে এলে তাঁর ওপর আক্রমণ করা হয় ছুরি দিয়ে। এলাকায় সিসিটিভি থাকলেও কাজ করে না বলে অভিযোগ স্থানীয়দের। অভিযুক্তদের ধরা হোক দাবি এলাকার বাসিন্দাদের।