নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ- ন্যাকের মূল্যায়নে ‘এ+’ পেল কলকাতার বিশ্ববিদ্যালয়। যা নিয়ে এক্স হ্যান্ডেলে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৫বছর অন্তর ইউজিসির ন্যাকের তরফ থেকে দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির মূল্যায়ন করা হয়। সেই মূল্যায়নে কলকাতার ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিকাল সায়েন্সেস, ‘ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল’ ন্যাক -এর মূল্যায়নে ‘এ+’ গ্রেড পেয়েছে। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, ‘জেনে অত্যন্ত খুশি হলাম, রাজ্য সরকারের সহায়তা প্রাপ্ত ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিকাল সায়েন্সেস, কলকাতাকে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল অর্থাৎ ন্যাক এ+ গ্রেড দিয়েছে’।
তিনি এক্স হ্যান্ডেলে আরও জানান,” ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লক্ষণীয় বিষয় হল পশ্চিমবঙ্গ সরকার, ২০১৮ সালে ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিকাল সায়েন্সেস অ্যাক্টের সংশোধনের মাধ্যমে, দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিকশনাল সায়েন্সেস-এর মোট ছাত্রের ৫ শতাংশ, যারা আর্থিকভাবে দুর্বল তাঁদের টিউশন ফি মুকুব করা হয়েছে।’
দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষাদান, গবেষণা এবং পরিকাঠামোর মূল্যায়নের ভিত্তিতে প্রতিবছর ইউজিসি ন্যাক গ্রেড দেয়। গবেষণা, পরিকাঠামো ও শিক্ষাদানের উপর নির্ভর করে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দেওয়া হয়। ৫ বছর পর সেই মূল্যায়নে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছে রাজ্যে অন্যতম ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিকাল সায়েন্সেস।