নিউজ পোল ব্যুরো : আলিপুরদুয়ার জেলা পুলিশ, জয়গাঁওতে সাত বছরের এক নাবালিকা মেয়েকে ধর্ষণ করে খুনের ঘটনায় ৫২ দিনের মাথায় চার্জশিট জমা দিল। প্রসঙ্গত, আরজি কর মামলায় সিবিআইয়ের তদন্তের গতি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। সেখানে জয়গাঁওতে রাজ্য পুলিশ নাবালিকাকে ধর্ষণের ঘটনায় ৫২ দিনের মধ্যে আদালতে চার্জশিট পেশ করেছে।
উল্লেখ্য, ১৬ অক্টোবর জয়গাঁওয়ে একটি সাত বছর বয়সী মেয়েকে প্রথমে ধর্ষণ এবং পরে হত্যা করা হয়। প্রমাণ নষ্ট করতে নাবালিকার শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এই ভয়াবহ ঘটনা রাজ্যজুড়ে আলোড়ন সৃষ্টি করে। এই ঘটনার তদন্ত করে বাবলু মিয়া, জয়নুল ইসলাম, মনির হোসেন ও মজিবুল আলম নামে চার অভিযুক্তকে আটক করে পুলিশ। প্রধান অভিযুক্ত বাবলু মিয়া ওই নাবালিকাকে প্রলোভন দেখিয়ে জয়গাঁওয়ের একটি নির্জন মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করে। অভিযোগ পেয়ে পুলিশ বাবলুকে নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করে। পরে বাকি তিনজনকে আটক করা হয়। নাবালিকাকে অপহরণ, ধর্ষণ এবং খুনের ঘটনায় ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় পুলিশ মামলা নথিভুক্ত করে। তদন্ত শেষে শুক্রবার ধৃতদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ।
এত কম সময়ে চার্জশিট জমা দেওয়াকে জেলা পুলিশের দক্ষতার প্রমাণ বলে মনে করছেন অনেকে। এখন এ মামলার বিচার হবে। পুলিশ অল্প সময়ের মধ্যে চার্জশিট জমা দেওয়ায় ন্যায়বিচারের আশায় নাবালিকার পরিবার। আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানিয়েছেন, জয়গাঁও নাবালিকা ধর্ষণের ৫২ দিনের মধ্যে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। আশা করি দ্রুতই এই মামলার নিষ্পত্তি হবে।