এবার সপ্তাহে দুদিন দুয়ারে রেশন

জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ- এবার থেকে সপ্তাহে দুইদিন দুয়ারে রেশন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খাদ্য় দফতর সূত্রে খবর| দুয়ারে রেশন নিয়ে বারবার অভিযোগের তির ওঠে এই খাদ্যদফতরের দিকে| তারপরেই নড়েচড়ে বসে খাদ্য় দফতর| জিনিসপত্রের মান এবং সেগুলির ওজন নিয়ে বেশ কিছু অভিযোগ ওঠার কারণে এই পদক্ষেপ বলে খবর। বিশেষ করে ডিলারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতেই এই নিয়ম এবার বাধ্য়তামূলক হতে চলেছে বলে খবর খাদ্য দফতর ও নবান্ন সূত্রে খবর|

রেশন সামগ্রীর ওজন মাপার জন্য বহু জায়গায় খাদ্য দফতরের ‘পস মেশিন’ বন্ধ রেখে দাঁড়িপাল্লা ব্যবহার করার অভিযোগ উঠেছে। কোথাও আবার ওজন মাপার যন্ত্রের পরিবর্তে বাঁটকাড়া হিসেবে ইঁট, পাথর, বালি এসব ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ। রাজ্যের বেশ কয়েকটি জেলা থেকে এমন অভিযোগ এসেছে বলে খাদ্য দফতর সূত্রে খবর। এরপরেই রেশন ডিলারদের ‘দুয়ারে’ আচমকা হানার সিদ্ধান্ত নেওয়া হয়।


সম্প্রতি যেমন আলিপুরদুয়ারের কুমারগ্রাম এলাকায় একটি ঘটনা সামনে আসে। অভিযোগ, সেখানে গ্রাহকদের রেশন সামগ্রীর বদলে বহুদিন ধরে ডিলার স্লিপ দিতে হয়রানি করা হতো। যা নিয়ে ওই ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। জল গড়ায় জেলা খাদ্য নিয়ামক অবধি। ওই ডিলার যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তবে রিপোর্ট বলছে, ঘটনার তদন্তে নামার পর আরও বেশ কিছু ডিলারের বিরুদ্ধে একই অভিযোগ থাকার কথা জানতে পারেন খাদ্য দফতরের আধিকারিকরা। এরপরেই জরুরী পর্যায়ে বৈঠক করে এি সিদ্ধান্তের কথা জানানো হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর|