চাকরির নামে ধর্ষণের চেষ্টা! পুরুষাঙ্গে ব্লেড চালিয়ে বাঁচলেন তরুণী

অপরাধ আইন কলকাতা দেশ রাজ্য

নিউজ পোল ব্যুরো, কোন্নগর: চাকরি দেওয়ার নাম করে এক মহিলাকে বাড়িতে ডেকে ধর্ষণের চেষ্টা করেন এক ব্যক্তি। সেই ব্যক্তির পুরুষাঙ্গে ব্লেড চালিয়ে আত্মরক্ষা মহিলার। কোন্নগরের এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। খবর পেয়েই তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হয় পুলিশ জখম ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

মহিলার দাবি, চিমনি পরিস্কার করতে গিয়ে এই মহিলার সঙ্গে আলাপ হয় অভিযুক্ত ব্যক্তির। এরপরেই তাঁকে রিসেপশনিস্টের চাকরি দেওয়ার নাম করে ইন্টারভিউতে তাঁর বাড়িতে ডেকে পাঠান। মহিলার সঙ্গে তাঁর স্বামীও এসেছিলেন। কোন্নগরের মনসাতলার বাসিন্দা অভিযুক্ত ব্যক্তিটি তাঁকে প্রতিমাসে সাত হাজার টাকা বেতন দেবেন বলে আশ্বাস দেন। জান গেছে, অভিযুক্ত ব্যক্তিটি চুঁচুড়ার বাসিন্দা, তবে কোন্নগরে ভাড়া থাকেন প্রায় দু’বছর ধরে। ওখানে থাকাকালীন এসি, টিভি সারানো সহ বিভিন্ন জিনিস সারানোর কাজ করতেন। এই কাজ করার সময়েই পরিচয় হয় এই মহিলার সঙ্গে। তাঁকেই সোমবার দুপুরে ইন্টারভিউয়ের জন্যে ডেকে জোর করে অর্ধনগ্ন করে দেওয়া হয় বলে অভিযোগ। পরে নিজেও সম্পূর্ণ নগ্ন হয়ে ঘরের দরজা বন্ধ করে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে।
অন্যদিকে, অভিযুক্ত মহিলাটির দাবি, তিনি নিজের স্বামীকে সঙ্গে করেই ইন্টারভিউ দিতে যান। তবে তাঁর স্বামীকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। মহিলাকে ঘরে ঢুকিয়ে বন্ধ করে দেওয়া হয় দরজা। এরপর একটি চেয়ারে বসে থাকার সময় হঠাৎই মহিলা পেছন থেকে কারুর জড়িয়ে ধরার স্পর্শ অনুভব করেন। পেছন ঘুরে তাকাতেই দেখেন অভিযুক্ত ব্যক্তি নগ্ন অবস্থায় রয়েছেন। পরে মহিলাটির জামাকাপড় টেনে ছিঁড়ে দেওয়া হয় এবং অর্ধনগ্ন করে দিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। তিনি নিজের সম্মান বাঁচাতে সামনে থাকা ব্লেড দিয়ে আঘাত করেন ওই ব্যক্তির যৌনাঙ্গে। এরপরেই ওই অবস্থায় দরজা খুলে বাইরে বেরিয়ে আসেন।
চন্দননগর পুলিশ কমিশনার অর্ণব বিশ্বাস জানান, ‘আহত ব্যক্তিকে এখন শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে চিকিৎসার জন্যে রাখা হয়েছে। মহিলার অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের করে শুরু হয়েছে তদন্ত।’