নিউজ পোল ব্যুরো, বারাসত: বারাসত কলেজে সেমিস্টার পরীক্ষা চলাকালীন এসএফআই এর সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের বচসা। আরজি কর মামলাকে কেন্দ্র করে কলেজ গেটের সামনে বামপন্থী ছাত্র সংগঠনের বিক্ষোভের স্লোগান। প্রথমে কথা কাটাকাটি হলেও পরে তা মারামারিতে পরিণত হয়। দুই পক্ষের সংঘর্ষের জেরে উত্তাল হয়ে ওঠে বারাসাত সরকারি কলেজ ক্যাম্পাস। সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে এসে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র মারফত অনুযায়ী, আজ বারাসত কলেজে সেমিস্টার চলছিল। দুপুর নাগাদ এলাকায় জড়ো হন এসএফআই সমর্থকরা। আরজি কর মামলার বিচারের দাবিতে তারা মিছিল শুরু করেন। মিছিলটি কলেজ গেটে এসে পৌঁছায়। বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে উচ্চকণ্ঠে স্লোগান দেওয়া হয়। এদিকে কলেজে পরীক্ষা চলছে। সেখানে স্লোগান দেওয়া যাবে না। এই দাবি নিয়ে কলেজের গেটের কাছে পৌঁছায় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিবাদ দেখা দেয়। তারপরেই শুরু হয় হাতাহাতি।
পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে দু পক্ষের সংঘর্ষ থামাতে গেলে পুলিশের মুখ ভেঙ্গে যায়। এক এসএফআই অফিসারও আহত হয়েছেন বলে খবর। পরে ঘটনার প্রতিবাদে বারাসতের আয়কর মোড়ে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে এসএফআই সমর্থকরা। এক এসএফআই কর্মীও আহত হয়েছে বলে অভিযোগ।