দেশের স্বার্থে সাফ বার্তায় প্রাক্তন রাষ্ট্রপতি

breakingnews

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক দেশ এক জাতি নিয়ে এবার বক্তব্যে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বিশ্ব বাংলা কনভেন্ট সেন্টারে তপশিলি জাতির একটি অনুষ্ঠানে এক দেশ এক ভোট নিয়ে উপস্থিত ছিলেন তিনি। নাচে গানে মেতে উঠেছিল অনুষ্ঠান, তবে এমন মুগ্ধকর অনুষ্ঠানের মাঝেও জনগণকে স্পষ্ট বার্তা প্রাক্তন রাষ্ট্রপতির। এককালে রাষ্ট্রের দায়িত্ব সামলানো রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই অনুষ্ঠানে উপস্থিত থেকেই বিশেষ বিশেষ বার্তা দেন দেশের জনগণের উদ্দেশ্যে।

তিনি বলেন, ‘আজ লোকসভায় এই বিল পাস হয়ে গিয়েছে এখনই আপনারা সবাই দেশবাসী। এটার মধ্যেই আছেন সেই জন্যই দুটো কথা বলছি এই ব্যাপারে। একটা আমরা কমিটি তৈরি করেছিলাম আপনারাও দেখতে পাবেন অনেক বড় রিপোর্ট।যদি এক জায়গায় বসেন আপনারা তাহলে কোন লাইব্রেরীতে যাওয়ার দরকার নেই। এক দেশ এক ভোট যত কমিটি তৈরি হয়েছে পার্লামেন্টি কমিটি ওই সব কিছুই আপনার এক জায়গায় পাওয়া যাবে’।

এরপর গোটা ব্যবস্থা চালু হওয়ার বিষয়ে তিনি আরও সময় লাগার কথা উল্লেখ করেন। বলেন, ‘যে সময় থেকে এই ব্যবস্থা চালু হবে হতে পারে ২০২৯সালে বা ২০৩৪ সালে এখনো পর্যন্ত ৫ থেকে ১০ বছর লাগতে পারে কিন্তু যখন এই ব্যবস্থা চালু হবে দেশে পাঁচ বছরে একবারে ভোট হবে। এখন তো প্রত্যেক বছরে ভোট হয় ভোটাররা ক্লান্ত হয়ে গিয়েছে। ভোট দিতে যেতে চায়না।’

শুধুমাত্র ভোটের জন্য কাজ নয়, কাজ করতে হবে আরো অনেক বেশি সচেতন হয়ে সব ক্ষেত্রেই এদিন তাঁর বক্তব্যের মধ্য দিয়ে তিনি একথা স্পষ্ট তুলে ধরেন।বলেন, ‘নেতাদের সাথে দেখা করে না এরা তো প্রত্যেক বার আসে ভোট চাইতে কিন্তু একবার যখন চালু হয়ে যাবে দেশের যে জিডিবি গ্রোথ এক থেকে দেড় পার্সেন্ট বেড়ে যাবে’।