আইএসএস পরীক্ষার প্রথম স্থান অধিকারী বাংলার ছেলে

জেলা দেশ রাজ্য

নিউজ পোল ব্যুরো,আসানসোল: ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস পরীক্ষায় বাংলার মুখ উজ্জ্বল করল আসানসোলের ছেলে সিঞ্চন স্নিগ্ধ অধিকারী। তিনি আইএসএস পরীক্ষার প্রথম স্থান অধিকার করেছেন। তিনি প্রথমবার পরীক্ষা দিয়েছেন কোন রকম প্রস্তুতি ছাড়াই। পরেরবার প্রস্তুতি দনয়ে পরীক্ষা দিয়ে একেবারে তাক লাগিয়ে দিয়েছেন। সিঞ্চন আসানসোল রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিলেন।

সিঞ্চনের স্কুলের সূত্রে জানা যায়, সিঞ্চন ছোটবেলা থেকে খুবই মেধাবী ছিলেন। তাঁর এই সাফল্যে সিঞ্চনের স্কুলের শিক্ষক-শিক্ষিকারা খুব গর্বিত। সিঞ্চন মধ্যবিত্ত পরিবারের সন্তান। বাবা প্রদীপ অধিকারী মাইন্স বোর্ড অফ হেলথ এর কর্মী এবং মা সুজাতাদেবী গৃহবধূ। সাফল্যের পুরো কৃতিত্বটাই সিঞ্চন তাঁর বাবা মাকে দিয়েছেন। সিঞ্চন এর বাবা জানিয়েছেন, ‘ইউপিএসসি তে পাস করা ওর স্বপ্ন ছিল কিন্তু এভাবে প্রথম স্থান অধিকার করবে সেটা ভাবতে পারেননি’। সিঞ্চন মেডিকেলে ১৬৮ র রাঙ্ক করেছিলেন এবং ইঞ্জিনিয়ারিং এ সপ্তম। তিনি রবীন্দ্র সংগীত শুনতে এবং হ্যারি পটারের বই ও সিনেমা দেখতে পছন্দ করেন। এখন তাঁর স্বপ্ন দেশের এক নম্বর প্রশাসক হওয়া।