নিউজ পোল ব্যুরো: ছেলে মেয়ের মৃত্যু হয়েছে অনেক আগেই। নাতি-নাতনিদের পরিবারে থাকতেন ১১১ বছর বয়সী বৃদ্ধা। রান্নাবান্না করতেন নিজের হাতেই। এমনকি চলাফেরা করতেও কোন সমস্যা ছিল না। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মঙ্গলবার মৃত্যু হয় বৃদ্ধার। বৃদ্ধার নাম উমারানি মণ্ডল। তাঁর বাড়ি গাইঘাটার ডুমা গ্রাম পঞ্চায়েত এলাকায়।
আত্মীয় ও প্রতিবেশীদের থেকে জানা যায় বৃদ্ধার ১১১ বছর বয়সে মৃত্যু হয়েছে। তাঁর শেষ ইচ্ছাকে শ্রদ্ধা জানিয়ে এত আনন্দ আয়োজন। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী, শেষযাত্রায় ভাড়া করা হয় ডিজে ও ব্যান্ড পার্টি। নাচে গানে নাতি নাতনি ও পরিজনের কাঁধে চেপে শ্মশানে যান বৃদ্ধা। বৃদ্ধার পরিবারের দাবি, মৃত্যুর আগে বিশেষ কষ্ট পেতে হয়নি বৃদ্ধাকে। দিব্যি হেঁটে চলে বেড়াতেন এই ১১১ বছর বয়সে। তিনি ছিলেন খুবই আনন্দপ্রিয় মানুষ এবং পাড়া-প্রতিবেশী সকলের সঙ্গে সুসম্পর্ক ছিল। কয়েকদিন আগে নাতি নাতনিদের ডেকে তিনি বলেছিলেন, ‘আমি মরে গেলে সবাই আমার মতো আনন্দ করবি,কেউ দুঃখ করবি না।’
অগত্যা বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে বৃদ্ধাকে শ্মশানে নিয়ে যাওয়ার সময় উড়ল আবির। ডিজের তালে নাচতে নাচতে এক নাতি বললেন, ‘ঠাকুমার মতো কম মানুষ দেখেছি। দুঃখ তো হচ্ছে। কিন্তু ঠাকুমা বলে গেছে তাই দুঃখ করা বারণ।