নিউজ পোল ব্যুরো: বাবা তো তিনি, আগলে রাখেন যিনি। শক্ত দুই হাতের আড়ালে নাকি এখন এমনই আদরে কাটাচ্ছেন ঐশ্বর্য রাই। বিগত এক মাসের বেশি যে দম্পতির বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা ছিল সোশ্যাল মিডিয়ায় তুঙ্গে, তাঁরা নিঃসন্দেহে ঐশ্বর্য-অভিষেক জুটি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটানা শিরোনাম জুড়ে ছিল অভিনেত্রীর বিবাহিত জীবনের নানান ঘটনা।
বদলে গেছেন অভিষেক, তাই দুঃখের ঢেউ যেন ভিজিয়ে দিচ্ছিল ভক্ত মহলকে। এরই মধ্যে অনেকে আবার নির্দ্বিধায় আঙ্গুল তুলেছিলেন অভিষেকের দিকে। নির্দিষ্ট এক অভিনেত্রীর সঙ্গেই নতুন সম্পর্কে জড়িয়েছেন অভিষেক, এমন মন্তব্য করতেও শোনা যায় অনেক ভক্তকেই।
মেয়ের জন্মদিনে অভিষেককে দেখতে না পেয়েই ডিভোর্সের গুঞ্জনে প্রায় সিলমোহর পড়েছিল নেটপাড়ায়। একমাত্র মেয়ের জন্মদিনে কেন উপস্থিত ছিলেন না অভিষেক? তা নিয়েও শুরু হয় জল্পনা। ভক্তমহলের ক্রমশই চক্ষুশূল হয়ে উঠছিলেন অভিষেক। কিন্তু এ কি হল আচমকা? সবাই চুপ কেন?
চুপ একটি মাত্র কারণেই। এখন নাকি দেওয়ালে কান পাতলেই শোনা যাচ্ছে দম্পতির সুখের ছন্দ। শোনা যাচ্ছে শীঘ্রই সুখবর খবর দিতে চলেছেন দম্পতি। বলিপাড়ায় এখন এই একটাই আলোচনা। কিন্তু ভক্ত মহলে এই খবর ছড়ালেও, নাকি জানেন না নিজ পরিবার এমন বলছেন কেউ কেউ। বছর জুড়ে একাধিকবার খবরের শিরোনামে জায়গা করেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। বিয়ে ভাঙার গুঞ্জন যত দিন যাচ্ছে ততই জোড়াল হচ্ছে। এরইমাঝে এবার জুড়লো নতুন গুঞ্জনের খোরাক।
সম্প্রতি বিচ্ছেদের জল্পনার মাঝে অনেক অনুষ্ঠানেই দেখা গিয়েছে তাঁদের। বিমানবন্দরের বাইরে ফ্রেমবন্দি হয়েছেন অভিষেকও। পাপারাৎজিরাও একই প্রশ্ন করছেন। তাতে উত্তর দিচ্ছেন না দু’জনের কেউই। এখনও সমানে মুখে কুলুপ দম্পতির। সম্প্রতি খবর পাওয়া যাচ্ছে মধুর ভাণ্ডারকরের নতুন চলচ্চিত্রের অভিনয় করতে যাচ্ছিলেন অভিনেত্রী ঐশ্বর্য রায় বচ্চন। কিন্তু তারপরেই বিশেষ কারণে ছবি করার সিদ্ধান্ত থেকে আপাতত বিরত থাকছেন অভিনেত্রী। আর সেই কারণকে ঘিরেই জল্পনা। ঐশ্বর্য চারমাসের অন্তঃসত্ত্বা। তারপরেই পরিচালকের মাথায় হাত। তিনি কিছুই জানতেন না। যার ফলে শুরু হয় নানা বচসা। সেই সময় চারমাসের অন্তঃসত্ত্বা হওয়ার খবর চেপে রাখায় কটাক্ষের শিকার হতে হয় ঐশ্বর্যকে। তখনই পুত্রবধূর পাশে দাঁড়ান অমিতাভ বচ্চন। তাই স্বাভাবিকভাবেই এই ঘটনায় ফের বচ্চন পরিবারের প্রতি মানুষের শ্রদ্ধা এখন ঊর্ধ্বমুখী।
এ বিষয়ে অমিতাভ বলেন, ‘আপনি জানেন ঐশ্বর্যা বিবাহিত। তিনি যখন ছবি সই করেছেন তখনও সেটা জানা ছিল। আপনি বলতে চাইছেন অভিনেত্রীরা বিয়ে করবেন না, সন্তান নেবেন না? এটা নিয়ে কথা বাড়ানোর কোনও মানে আছে বলে আমার অন্তত মনে হয় না। তাছাড়া এমন কি কোথাও লেখা আছে যে, একটা প্রজেক্টের সঙ্গে যুক্ত থাকলে অভিনেত্রীরা সন্তান নিতে পারবেন না? ‘যদিও বা ভক্ত মহলে এই খবর আনন্দের বাতাবরণ তৈরি করলেও বিপদ ছড়িয়েছে অন্যদিকে।
মধুর ভাণ্ডারকর স্পষ্ট জানান, প্রোজেক্ট চলাকালীন সত্যি তিনি বিপদে পড়েছিলেন। কীভাবে সবটা সামলাবেন বুঝতে পারছিলেন না কিছুতেই। এমনকি ডিমের সদস্যদের সঙ্গে দেখা করার সাহসও জোগাতে পারছিলেন না তিনি। অবশেষে বাধ্য হয়েই ছবি থেকে বাদ দিয়ে দেওয়া হয় ঐশ্বর্যাকে। যার পরিবর্তে ছবিতে দেখা যাবে করিনা কাপুরকে।