যাত্রী সুরক্ষায় টোটোতে কিউআর কোড

breakingnews জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো, সিউড়ি: যান চলাচল ব্যবস্থাকে সুরক্ষিত করতে সিউড়ি পুর সভার নয়া উদ্যোগ। সিউড়ি পুরসভা শহরের রাস্তায় প্রতিটি টোটোয় কিউআর কোড বসাচ্ছে বীরভূম সিউড়ি পুরসভা। আধিকারিকদের দাবি, এ ধরনের উদ্যোগ রাজ্যে প্রথম। এই প্রথম সর্বত্র টোটোকে পুরসভার আওতায় আনার কাজ শুরু হয়েছে। মঙ্গলবার জেলাশাসক বিধান রায়ের হাত থেকে কয়েকজন টোটোচালক কিউআর কোড পেয়েছেন।

সিউড়ি পুরসভার তরফে, কিউআর কোডগুলি সরাসরি সার্ভারের সঙ্গে সংযুক্ত হবে। এর মানে কিউআর কোড নকলের কোনও ঝুঁকি নেই। প্রয়োজনে টোটো এবং টোটোর চালক সম্পর্কে তথ্য পেতে যাত্রীরা সহজেই কিউআর কোড স্ক্যান করতে পারে। পাশাপাশি চালকের বিরুদ্ধে যদি কোনও অভিযোগ থাকে, সেটি জানানোর জন্যও সুবিধা থাকবে। আরও গুরুত্বপূর্ণ বিষয় নির্দিষ্ট কোনও টোটো সপ্তাহের কোন কোনদিন রাস্তায় নামবে সেই বিষয়েও এই কোডের মাধ্যমে জানা যাবে। এতে পরিবহণ ব্যবস্থা আরও নিরাপদ ও স্বচ্ছ হবে বলে আশা করছে নগর প্রশাসন।

পুরসভা সূত্রে খবর, একটি বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই কিউআর কোড তৈরির জন্য। আগামী ২৫ দিনের মধ্যে, এই কোডটি শহরের সমস্ত নথিভুক্ত টোটোতেই লাগানো হবে।