মানবিকতা , অসহায় মানুষদের জন্য টোটো পরিষেবা

জেলা

নিজস্ব প্রতিনিধিঃ- সমাজে এখনও পর্যন্ত মানবিক মানুষেরা আছেন বলেই সমাজ আজও বেঁচে আছে| অনেকেই বলেন যে সমাজ ব্যবস্থাটাই ভেঙে পড়েছে, কিন্তু কেউই এগিয়ে আসেন না তাকে ঠিক করতে |


একজন মানুষ তিনি শহর কলকাতায় চাকরী করতেন| করোনা সময় আর পাঁচজনের মতো তাঁরও চাকরী চলে যায়| ফিরে আসতে বাধ্য় হন তিনি নিজের গ্রামের বাড়িতে| আরপরই তিনি ঠিক করেন নিজেই টোটো চালিয়ে উপার্জন করবেন| সেই মতোই টোটো কিনে চালাতে শুরু করেন এবং জীবন জীবিকা নির্বাহ করতে থাকেন| এর কিছুদিন পরে ৫৩ বছরের তারক বিশ্বাস নিজেই ঠিক করেন রাস্তায় অন্ধ, বৃদ্ধ, অনাথ, প্রতিবন্ধী দেখলে বিনা পয়সায় তাঁদের গন্তব্যে নিয়ে যাবেন| সেইমতো কাজ করতে শুরু করেন এই তারক বাবু| প্রথমে পরিবার তারপর সমাজের থেকেই অনেক ধরণের কটুক্তি ও অপমান সবকিছুই সহ্য করতে হয়|

পূর্ব বর্ধমানের কালনার এই তারক বিশ্বাসকে সবাই একনামে চেনে ও জানে তাঁর এই সামাজিক কাজের জন্য| এমনকি প্রথমে পরিবারের পক্ষ থেকে অনেক আপত্তি করা হয়েছিল,কেউ ছিলনা তাঁর পাশে| কিন্তু আজ সেই তারক বাবুই আজ সকলের কাছে গর্বের| কারণ,বর্তমান যুগে এই ধরণের মানসিকতা যে সমাজ থেকে বিলুপ্তপ্রায় হয়ে উঠছে তা বলার অপেক্ষা রাখে না|