নিউজ পোল ব্যুরো: বুধবার ১৮ ডিসেম্বর সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন রবিচন্দ্রন অশ্বিন। দীর্ঘ ১৪ বছরের ক্যারিয়ার শেষে আবেগপ্রবণ হয়ে তিনি বললেন, জীবনে ক্রিকেটই সব, যা পেয়েছে সবই ক্রিকেটের কাছ থেকেই পাওয়া। তাঁর বিদায়ের সঙ্গে সঙ্গে নিঃসন্দেহে অবসান ঘটলো এক বর্ণোজ্জ্বল অধ্যায়ের।
বর্ডার গাভাসকর টেস্টের পরেই ক্রিকেটকে বিদায় জানাতে পারেন বলে জানান অশ্বিন। এমনই গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে সিরিজ শেষ হতে না হতেই সেই গুঞ্জন এ পড়লো সিলমোহর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ড্রয়ের পর পরই হঠাৎ সাংবাদিক সম্মেলনে হাজির হন রবিচন্দ্রন অশ্বিন। তিনি বলেন, ‘আজ থেকে জাতীয় দলের হয়ে আর খেলব না। এখনও আমার মধ্য়ে ক্রিকেট বাকি আছে। তাই ক্লাব স্তরে খেলা চালিয়ে যাব। কিন্তু দেশের হয়ে এখানেই শেষ করলাম। আমার সতীর্থ এবং কোচেদের অনেক ধন্যবাদ। এরই মধ্যে আমার অনেক সতীর্থ অবসর নিয়েছে। আজ আমার দিন। রোহিত, বিরাট, অজিঙ্ক, পূজারাদের কাছে কৃতজ্ঞ। অনেক ক্যাচ ধরে আমায় উইকেট পেতে সাহায্য করেছে।’
আরও বলেন যে, ‘নিঃসন্দেহে এটা আমার কাছে ভীষণই আবেগঘন মুহূর্ত। তাই আপাতত কোনও প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থায় আমি নেই। আরও একবার সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই খেলাই আমাকে সব দিয়েছে।’
২০১১ তে প্রথম ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেন অশ্বিন। আবার, ২০১১ সালের আগের বছরেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘটেছিল অভিষেক। লাল বলের ক্রিকেট সহযোগে ভেঙেছেন একের পর এক রেকর্ড। ১০৬টি টেস্ট এ ৫৩৭টি উইকেট করেছেন তিনি। একমাত্র তিনিই সেই ভারতীয় তারকা যিনি টেস্টে সেঞ্চুরি করেছেন এবং পাঁচ উইকেট নেওয়ার নজিরও গড়েছেন। পাঁচদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ জেতার ও রেকর্ড রয়েছে তাঁর ঝুলিতেই। তাই এহেন বিদায়বেলায় ড্রেসিংরুমেই বসে ছলছল করলো তার চোখে। জড়িয়ে ধরে কান্না মুছিয়ে দিয়ে গার্ড অফ অনারও দিলো টিম ইন্ডিয়া।