পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে গ্রেফতার এক ডাকঘর কর্মী

অপরাধ জেলা দেশ রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাসপোর্ট জালিয়াতিতে গ্রেফতার ধৃত এক ডাকঘর কর্মী। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশ মঙ্গলবার রাতে বেহালার পর্ণশ্রী এলাকায় অভিযান চালিয়ে ওই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে। পুলিশ অভিযুক্ত ব্যক্তির থেকে প্রচুর জিনিস বাজেয়াপ্ত করেছে যেরকম জাল নথিপত্র তৈরিতে ব্যবহৃত কম্পিউটার, প্রিন্টার ও অন্যান্য সামগ্রী।

অভিযুক্ত ওই ব্যক্তির নাম দীপঙ্কর দাস। তাঁর কাছ থেকে প্রচুর জাল নথি উদ্ধার হয়েছে। নথি তৈরির ব্যবহৃত সামগ্রীও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ওই ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ হরিদেবপুরে এক বাড়ির সন্ধান পেয়েছে। সেখান থেকে জাল পাসপোর্ট তৈরি করা প্রচুর নথি পেয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, টাকার বিনিময় জাল পাসপোর্ট তৈরি করার মূল মাথা ছিলেন সমরেশ বিশ্বাস নামে এক ব্যক্তি আর দীপঙ্কর দাস ছিলেন তাঁর সাগরেদ। দীপঙ্কর পেশায় ছিলেন ডাকঘরের অস্থায়ী কর্মী। দীপঙ্কর ছিলেন উচ্চশিক্ষিত তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে। জাল নথি তৈরির পাশাপাশি জাল পাসপোর্ট তৈরি করতে ওই গ্যাং। তাকে জেরা করে গ্যাং এর বাকি সদস্যদের খোঁজ পেতে চাইছে তদন্তকারী দল।

গোয়েন্দা সূত্রের খবর, এই চক্রের মূল মাথা সমরেশ বিশ্বাস ও তাঁর পুত্র রিপন বিশ্বাস। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়া জেলায় তাঁদের ঘাঁটি গড়ে তুলেছিল। ওই চক্রের এজেন্টরা বাংলাদেশী অনুপ্রবেশকারীদের সঙ্গে যোগাযোগ রাখত।