নিজস্ব প্রতিনিধি, হুগলি: বিশ্বের সকল মানুষের মঙ্গল কামনায় প্রতি বছরের ন্যায় এ বছরেও মাহেশে মহাসমারোহে পালিত হতে চলেছে বিশ্ব শান্তি যজ্ঞ। চলতি মাসের ২২ তারিখ সকাল ১০টায় শুরু হবে যজ্ঞ। সারাদিনব্যাপী চলবে এই যজ্ঞের অনুষ্ঠান। এ বিষয়ে জগন্নাথ মন্দিরের প্রধান সেবাইত সৌমেন অধীকারী বলেন, ‘বিশ্ব শান্তি যজ্ঞ মহাসমারোহে হচ্ছে। আমরা আরও ভালোভাবে পরিচালনা করার চেষ্টা করছি। বহু দেশ থেকে সাধু-সন্তরা যোগদান করবেন এই সমারোহে। এছাড়াও থাকবেন অনেক নামীদামী অতিথি। আর এই প্রথম খাদ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে মাহেশে। আমার বর্তমান বয়স ৮৩ বছর এবং গত ৫০ বছর ধরে আমি এই মন্দিরের সঙ্গে যুক্ত হয়ে আছি। এখানে সবকিছু অনুষ্ঠান হয়েছে যে রকম সংগীতানুষ্ঠান এবং আরো অনেক কিছু কিন্তু খাদ্য মেলা কখনও অনুষ্ঠিত হয়নি। মা এসে জগন্নাথ মন্দিরের এই প্রথম খাদ্য মেলা অনুষ্ঠিত হবে’।
হুগলি শ্রীরামপুর মাহেশে প্রথম সংযোজন হতে চলেছে খাদ্য মেলা। জগন্নাথ দেবের মন্দির সংলগ্ন স্নান পীরের ময়দানে অনুষ্ঠিত হবে এই খাদ্য মেলা। এই মাসের ২১ তারিখ মেলার শুভারম্ভ এবং মেলা চলবে ২৫ তারিখ পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ খোলা থাকবে। এই মেলায় থাকবে নিরামিষ ও আমিষের নানারকম খাবার। পাশাপাশি থাকবে হরেক রকম মিষ্টির সম্ভারও।