অস্কার থেকে ছিটকে গেল ইমনের বাংলা গান

আন্তর্জাতিক কলকাতা দেশ রাজ্য

নিউজ পোল ব্যুরো:- অস্কার থেকে ছিটকে গেল ইমনের গান ‘ইতি মা’ । বুধবার সকালে এমনই দুঃখজনক খবর দিলেন ইমন। ইমন চক্রবর্তীর গাওয়া এই গান শেষমেষ জায়গা করে নিতে পারল না সেরা ১৫-এর তালিকায়।

পুতুল ছবির “ইতি মা” গানটি ২০২৫ সালের অস্কারের জন্য সেরা মৌলিক গান বিভাগে মনোনীত হয়েছিল। ইমন চক্রবর্তীর গাওয়া এই গানটি সামিল হয়েছিল অস্কারের দৌড়ে । এই খবর জানাজানি হতেই রীতিমতো উৎসাহিত হয়েছিল বাঙালি। কিন্তু বুধবার সকালেই এল দুঃসংবাদ। অস্কারের দৌড় থেকে বাদ পড়ল ‘ইতি মা’। ইমন চক্রবর্তীর গাওয়া এই গান শেষমেষ জায়গা করে নিতে পারল না সেরা ১৫-এর তালিকায়। অস্কারের সেরা ৮৯টি গানের তালিকায় জায়গা করে নিলেও, অস্কারের ফাইনাল দৌড়ে এগোতে পারল না ইমনের এই গান। এই গানটির গীতিকার অনির্বাণ ভট্টাচার্য এবং সুরকার সায়ন গঙ্গোপাধ্যায়।

পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের প্রথম ছবি ‘পুতুল’। এমন শিশুদের গল্প বলে এই ছবি, সমাজে অবহেলিত হয়ে যাদের ঠিকানা দাঁড়ায় রাস্তায়। জীবনটা সত্যিই যেন আস্তাকুড়ের মতো। অথচ ভবিষ্যতের কাণ্ডারি তো এরাও। কান চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়ে নিয়েছিল বঙ্গললনার হাতে তৈরি ‘পুতুল’।

পরিচালক জানান, “অস্কারের সেরা ৮৯ টি গানের তালিকায় জায়গার পর ‘ইতি মা’ গানটি নিয়ে এত উচ্ছ্বসিত হওয়ার জন্য ধন্যবাদ। এই প্রথম কোনো বাংলা গান অস্কারের তালিকায় এসেছিল। এটাই বড় পাওনা। পুতুলের জন্য কোনো প্রচার করা হয়নি। ইতি মা শীর্ষ ১৫ তে জায়গা করে নিতে না পারলেও, এখনও ফিল্ম সিলেকশন তালিকা বের হয়নি। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এই ছবির পাশে থাকার জন্য।”