নিউজ পোল ব্যুরো, মুম্বই: সোমবার বিকেলে মুম্বই লোকাল ট্রেনে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। মুম্বই লোকাল ট্রেনের মহিলা কামরায় উঠে পড়লেন এক যুবক! ইতোমধ্যেই এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, ওই ব্যক্তি মহিলাদের বগির দরজার কাছে দাঁড়িয়ে আছে। যাত্রীরা নিজেদের মধ্যে গল্পগুজব করছেন। সম্পূর্ণ অনাবৃত শরীরে মহিলা কামরায় ঢুকে পড়েন তিনি। নগ্ন অবস্থাতেই হাত তুলে দাঁড়িয়ে পড়েন। বিভিন্ন অঙ্গভঙ্গি করতে থাকেন। মহিলা যাত্রীরা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন। এমন সময় পাশের কক্ষে একজন সতর্ক টিকিট পরীক্ষক (টিসি) পরিস্থিতি লক্ষ করে এবং তখনই টিসি মহিলা কামরায় প্রবেশ করে ওই ব্যক্তিকে পরের স্টেশনে লোকটিকে নামিয়ে দেন।
মহিলা এক নিত্যযাত্রী বলেন, ‘এটি এই প্রথম বার নয়। এমন ঘটনা আগেও ঘটেছে। মহিলা কামরায় আরপিএফ মোতায়েন করা প্রয়োজন।’
মিডিয়া রিপোর্ট অনুসারে, অজ্ঞাত যুবকের বিরুদ্ধে ন্যায় সংহিতার ২৯৬ ধারা এবং রেলওয়ে আইনের ১৬২ ধারার অধীনে একটি মামলা শুরু হয়েছে। স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আরপিএফ এবং জিআরপির একটি যৌথ দলও তৈরি করা হয়েছে ওই যুবককে শনাক্তকরণের জন্য।