নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শীতকাল মানেই বাঙালিদের খাওয়া-দাওয়ার যেমন বেড়ে যায় তেমনি বাঙালি বাড়িতে বিয়ের ধুম লেগে যায়। বছরের অন্যান্য সময়ের তুলনায় শীতেই অধিকাংশ মানুষ বিয়ের পরিকল্পনা করে থাকে। এই শীতে বিয়ের আয়োজন করা হলে বাড়তি কিছু সুবিধা পান আয়োজকরা। বিয়ে বাড়ির মেনু নিয়ে সর্বদাই আতঙ্কিত থাকে কনে-বর উভয় পক্ষই। আর এই খাওয়া নিয়েই যত বিপত্তি ঘটে। কি এমন ঘটেছিল যা নিয়েই রীতিমতো মাথায় হাত পড়ে যায় ওই পরিবার সহ নিমন্ত্রিত অতিথিদের। বউ আছে, বর আছে আলোর চাকচিক্য সবই রয়েছে কিন্তু হঠাৎ দেখা যায় বিপত্তি। খাবার কোথায়? ক্যাটারিংয়ের লোকজন তো আসেনি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার গড়িয়ায়। এটি দেখেই কনেপক্ষ দিশেহারা হয়ে যায়।
পরিবার সূত্রে খবর, কিছুদিন আগে প্রায় ছয় লক্ষ টাকা দিয়ে অগ্রিম বুকিং করা হয়েছিল। প্রায় ৫০০ লোক আমন্ত্রিত ছিলেন বিয়ে বাড়িতে। সময় মতো বিয়ের সব আচার পালন করা হয়েছিল। বিকেলের মধ্যে সব খাবার নিয়ে ক্যাটারিংদের পৌঁছে যাওয়ার কথা ছিল। কিন্তু সন্ধ্যা পার হয়ে যাওয়ার পরেও কেউই ক্যাটারিংয়ের লোকেদের দেখা মেলেনি। অথচ আমন্ত্রিতরা আসতে শুরু করে। বরপক্ষও চলে আসে। বারবার ফোন করা সত্ত্বেও ফোনে পাওয়া যায়নি ওই ক্যাটারিং সংস্থাকে। সব দেখে কনের পরিবারে লোকেরা অথৈ জলে পড়ে। শেষ পর্যন্ত কি বাড়িতে গিয়ে খেতে হবে এই আলোচনাও শুরু হয়ে যায় আমন্ত্রিতদের মধ্যে। যদিও রেস্টুরেন্ট থেকে খাবার কিনে এনে সম্মান বাঁচালেও ওই পরিবারের লোকেরা ক্যাটারিংয়ের সংস্থাকে ছাড়েনি। প্রতারণার অভিযোগে তাঁরা পুলিশে অভিযোগ জানায় ওই সংস্থার বিরুদ্ধে। রীতিমত উধাও হয়ে যায় ওই ক্যাটারিং সংস্থার কর্তারা। শেষ পর্যন্ত দক্ষিণ কলকাতার কয়েকটি জায়গায় তল্লাশি চালিয়ে ওই ক্যাটারিং সংস্থার কর্তা রঙ্গ নিয়োগীকে গ্রেফতার করতে সমর্থ হয় পুলিশ। ধৃত ব্যক্তিকে জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।