নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: বাড়ির সামনে বেলগাছে বাঁধা দোলনাই কেড়ে নিল ৮ বছরের এক শিশুর জীবন! ৮ বছরের ওই শিশু বাড়ির সামনে বেলগাছে বাঁধা দোলায় দুলছিল। হঠাৎ দুর্ঘটনা। দোলার দড়ি গলায় জড়িয়ে শ্বাসরোধ হয়ে মৃত্যু হল শিশুটির! এই ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাটের শ্যামনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনায় শোকোস্তব্ধ শিশুটির পরিবার এবং এলাকাবাসী।
পরিবার সূত্রে খবর, মৃত শিশুর নাম দেবজ্যোতি পাল। রানাঘাট-২ ব্লকের শ্যামনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় সবুজপল্লীর বাসিন্দা বিশ্বজিৎ পালের একমাত্র সন্তান ছিল দেবজ্যোতি। ঘটনার দিন বিকেলে অর্থাৎ সোমবার বাড়ির সামনে খেলা করছিল শিশুটি। তারপরেই গলায় দোলানার দড়ি পেঁচানো অবস্থায় শিশুটিকে উদ্ধার করে তার পরিবার। তখন সংজ্ঞাহীন ছিল শিশুটি। তৎক্ষণাৎ তাকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরের দিন অর্থাৎ গতকাল মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।