রাজ্যে সচিব পর্যায়ে রদবদল

কলকাতা জেলা দেশ রাজনীতি রাজ্য শহর

নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ- মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্য়ায় দীর্ঘদিন ধরেই বলে আসছিলেন কাজের গতি আনতে সবক্ষেত্রে,কিছু জায়গায় তার কাজ হলেও রাজ্য়ের প্রায় সব জায়গাতেই তার কোনো ফল হয়নি,যে কারণেই বুধাবার রাজ্যে সচিব পর্যায়ে রদবদল ঘটানো হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। গতকাল কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর সূত্রে খবর ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের দায়িত্ব দেওয়া হল অভিষেক কুমার তিওয়ারিকে। পরিবেশ দপ্তরে দায়িত্ব অতিরিক্ত মুখ্য সচিব রোশনি সেন কে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণের যুগ্ম সচিব হিসেবে কাজ করবেন বিবেক কুমার, হিডকোর দায়িত্বে শশাঙ্ক শেঠি, দূষণ নিয়ন্ত্রণ বোর্ড ও প্রেসিডেন্সি বিভাগের বিভাগীয় কমিশনারের অতিরিক্ত দায়িত্ব জগদীশপ্রসাদ মীনাকে, কারা বিভাগের সচিব আই পি এস ডক্টর রাজেশ কুমার, পুনঃ ব্যাবহার যোগ্য ও অপ্রচলিত ও শক্তি উৎস বিভাগের সচিব হলেন ইয়েলচুরি রত্নাকর রাও। একদিকে নিজে হাতে সবকিছুকে নিয়ন্ত্রণ করা অন্যদিকে প্রতিটি কাজকে বাস্তবে রূপ দেওয়া কোনো মুখের কথা নয়| আর তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় এবার আরও তোড়জোড় শুরু করলেন রাজ্য় প্রশাসনকে সবদিক থেকেই ঢেলে সাজানোর জন্য়,যাতে এরপর আর কেউ রাজ্যের কাজকর্ম নিয়ে কোনোরকম অভিযোগ করতে না পারে সেই কারণেই এই রদবদল বলে নবান্ন সূত্রে খবর|