নাকা চেকিংয়ে ধরা পড়ল ৪০০ বস্তা রেশনের চাল!

জেলা দেশ

নিজস্ব প্রতিনিধি, হুগলি: গতকাল বুধবার রাতে ভাণ্ডারহাটির ফিডারোডে বিশেষ নাকা চেকিং চালানোর সময় একটি ১০ চাকার ট্রাক আটক করা হয়। ট্রাকে তল্লাশি চালিয়ে ৪০০টি চটের বস্তা ভর্তি চাল উদ্ধার হয়। পশ্চিমবঙ্গ সরকার ফুড সাপ্লাই লেখা রয়েছে তাতে। চালের বস্তাগুলি রেশনের চাল বলেই অনুমান পুলিশের। কোথা থেকে আনা হচ্ছিল কোথায় যাচ্ছিল তার যথাযথ উত্তর দিতে না পারায় চালক ও খালাসিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলেন সঞ্জয় দুলে এবং কার্তিক দুলে এবং দু’জনেই বাঁকুড়া জেলার বাসিন্দা। ধৃতদের ১০ দিনের পুলিশি হেফাজতে চেয়ে চুঁচুড়া আদালতে পাঠিয়েছে পুলিশ|


পুলিশ আরও জানিয়েছে, ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে বিপুল পরিমাণ চাল যা রেশনের বলে অনুমান তা কোথা থেকে তাঁরা নিয়ে আসছিল এবং কোথায় নিয়ে যাচ্ছিল তা তদন্ত করে দেখা হবে। পাশপাশি আরও কেউ এই চাল পাচারের সঙ্গে যুক্ত কিনা তাও পূর্ণাঙ্গ তদন্ত করে দেখা হবে।
হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার বলেন, ‘আরামবাগের একটি রাইস মিল থেকে তারকেশ্বরের চাঁপাডাঙা জায়গার যাওয়ার কথা হয়েছিল। কিন্তু সে জায়গায় না গিয়ে অন্য জায়গায় যাচ্ছিল। ধনেখালিতে আটকানো হলে ড্রাইভার খালাসি বলে বলাগড় যাবে, কিন্তু কোন উপযুক্ত প্রমাণপত্র দেখাতে পারেনি দু’জনেই। এই সরকারি স্ট্যাম্প মারা চালের বস্তাগুলি কার সেটাও বলতে চায়নি। পুলিশকে সঠিক তথ্য দেয়নি। অনেক জিজ্ঞাসাবাদ করার পর মালিকের ফোন নম্বর দেয়। কিন্তু মালিক একবার কথা বলে ফোন বন্ধ করে দেয়। যেহেতু ওর কাছে উপযুক্ত প্রমাণপত্র নেই। তথ্য প্রমাণ না থাকার কারণেই আমরা স্বতোঃপ্রণোদিত ভাবে মামলা দায়ের করেছি। সেই সঙ্গে খাদ্য দফতরের বিভিন্ন অফিসে লিখিত আকারে জানিয়েছি। ধৃতদের আদালতে পাঠানো হয়েছে।’