ফের কুলতলিতে বাঘের আতঙ্ক

জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কুলতলি: লোকালয়ে বাঘের হানা, এর ফলে আতঙ্কে রাত কাটাচ্ছেন কুলতলিবাসীরা। বুধবার রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলায় কুলতলি গ্রামে রয়েল বেঙ্গল টাইগারকে ঘুরে বেড়াতে দেখেন গ্রামবাসীরা। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এরপর খবর দেওয়া বনদফতরকে। বনদফতরের কর্মীরা ওই এলাকায় পৌঁছে আগুন জ্বালিয়ে লোকালয় থেকে বাঘ তাড়ানোর চেষ্টা করে। ওই এলাকার বাসিন্দারা ভয়ে কেউ বাইরে বেরোচ্ছেন না। তবে রয়েল বেঙ্গল টাইগার ঠিক কোথায় তা নিয়ে এখনও সন্দিহান বনদফতরের কর্মীরাও ওই এলাকার বাসিন্দারা।


স্থানীয় সূত্রে খবর, কুলতলির মধ্যগুড়গুড়িয়া গ্রামের দুই বাসিন্দা বুধবার রাতে বাইকে করে বাড়ি ফিরছিলেন। তাঁরা দাবি করেন, বাড়ি ফেরার সময় শীতের নিশুতি রাতে যাকে ঘোরাঘুরি করতে দেখেন। তাঁদের মুখ থেকে এই খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। ফলে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। এরপরেই খবর দেওয়া হয় বনদফতরকে। খবর পেয়ে বনদফতরের কর্মীরা ওই এলাকায় এসে পৌঁছয়। তাঁরা গোটা গ্রামে আগুন জ্বালিয়ে লোকালয় থেকে বাঘ তাড়ানোর চেষ্টা করে। এখনও পর্যন্ত রয়েল বেঙ্গল টাইগারের কোন হদিশ মেলেনি। ওই এলাকায় সর্বত্র নজরদারি চালানো হচ্ছে। এছাড়াও ওই এলাকার সতর্কতা জারি করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, মূলত খাবারের অভাবে জঙ্গল ছেড়ে লোকালয়ে হানা দিচ্ছে বাঘ। সুন্দরবন লাগোয়া এলাকাগুলিতে বাঘ হানা দেওয়ার ঘটনা নতুন কিছু নয়। লোকালয়ে বাঘ ঢুকে যাওয়ার ফলে কোনও বিপদ না হয় তা নিয়ে সর্বদা তৎপর বনদফতরের কর্মীরা।