নিউজ পোল ব্যুরোঃ- বৃহস্পতিবারই ভাগ্য বদলে গেল এসএসসি চাকরিপ্রার্থীদের। সেই ভাগ্যটা ঝুলে থাকলো পরের বছর পর্যন্ত। কেউই জানে না আদপে কি হবে বা তাঁদের ভাগ্যে কি লেখা আছে? এদিন সকাল থেকেই সুপ্রীম কোর্টে শুনানি থাকলেও তার কোনও সুরাহা হয়নি। ওএমআর শিটকে নিয়েই চিন্তার ভাঁজ এখন এসএসসির। প্যানেল থাকছে নাকি চাকরি চিরতরে বাতিল হবে তা নির্ধারণ হবে পরের বছর জানুয়ারী মাসে। একের পর এক তোপ রাজ্য সরকারকে।
সুপ্রীম কোর্টের প্রশ্নবানে জর্জরিত রাজ্য সরকার। ক্রমাগত একের পর এক প্রশ্ন করেই যান প্রধান বিচারপতি সঞ্জয় খান্না ও বিচারপতি সঞ্জয় কুমার। যোগ্য ও অযোগ্য প্রার্থীদের চিহ্নিতকরণ করতে পেরিয়ে গেল একটা গোটা দিন, তারপরে প্রক্রিয়ার সেই অর্থে কোনও কাজই হল না বৃহস্পতিবার। যার ফলে পরের বছর পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে এই ২৬ হাজার পরীক্ষার্থীকে। ওএমআর শিট কিভাবে হারিয় গেল তা নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেন। তাই দিনভর শুনানি চলার পরেও নির্দিষ্টভাবে কোনো রায়ই দেয়নি সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এরপর শুধুই অপেক্ষা জানুয়ারী মাস পর্যন্ত