নিউজ পোল ব্যুরো: প্রতি বছর প্রায় ১.১৯ মিলিয়ন মানুষের জীবন সড়ক ট্রাফিক দুর্ঘটনার ফলে সংক্ষিপ্ত হয়। সারা বিশ্বে, ট্র্যাফিক দুর্ঘটনাগুলি প্রধান স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করে। সম্প্রতি স্বাস্থ্য দফতরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সড়ক দুর্ঘটনার ফলে যদি কোনও মৃত্যু ঘটে, তবে তাঁর ডেথ অডিট রিপোর্ট তৈরি করার দায়িত্ব সম্পূর্ণ চিকিৎসকদের। এছাড়াও বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে চিকিৎসকদের তৈরি সেই ডেথ অডিট রিপোর্টে উল্লেখ থাকতে হবে কিভাবে পথযাত্রীর মৃত্যু ঘটেছে। দুর্ঘটনার ফলে তাঁর শরীর থেকে কতটা রক্তক্ষরণ হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে হাসপাতালের দূরত্ব কতটা এবং তাঁকে হাসপাতালে নিয়ে যেতে কতটা সময় লেগেছে। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ কী? এই সব বিষয়ের উল্লেখ রিপোর্টে থাকা বাঞ্ছনীয় বলে জানিয়েছেন স্বাস্থ্য দফতর।
প্রত্যেক সপ্তাহে সড়ক দুর্ঘটনার ফলে মৃত্যুর অডিট রিপোর্ট তৈরি করতে হবে চিকিৎসকদের। রিপোর্ট তৈরির পর তা পাঠাতে হবে জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিককে। এই বিজ্ঞপ্তি ঘোষণার পর স্বাস্থ্য সচিবের পক্ষ থেকে প্রতিটি জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিকের কাছে চিঠি পাঠানো হয়েছে। কলকাতার বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতালগুলোর অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের এই বিষয় নিয়ে চিঠি পাঠানো হয়েছে। জেলার হাসপাতাল গুলির সুপারদেরও চিঠি পাঠানো হয়েছে বলে খবর মিলেছে।