পানীয় জলের অবৈধ সংযোগ, লাইন কাটা গেল সাতটি পরিবারের

জেলা রাজনীতি রাজ্য

নিজস্ব প্রতিনিধি,হাওড়াঃ- পানীয় জলের অবৈধ সংযোগ, বাগনানে জলের লাইন কাটা গেল সাতটি পরিবারের। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ নিয়ে আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন। অনেক বাড়িতে পানীয় জলের সংযোগ থাকলেও জল না যাওয়ার বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিযেছিলেন তিনি। সেই নির্দেশের পর জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্তারা তদন্তে নামলে হাওড়ার বাগনানে অবৈধভাবে পানীয় জলের সংযোগের অভিযোগ সামনে আসে। এরপর বাগনান ১নং পঞ্চায়েত সমিতির খালোড় গ্রাম পঞ্চায়েত এলাকায় পুলিশ, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্তাদের নিয়ে অভিযান হয়। সেই অভিযানে সাতটি বাড়িতে বেআইনিভাবে পানীয় জলের সংযোগ নেওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে। আর এরপরেই অবৈধভাবে পানীয় জলের সংযোগ নেওয়ার অভিযোগে সাত বাসিন্দার শুধুমাত্র পানীয় জলের লাইন রেখে বাকি লাইন কেটে দেওয়া হয়। পাশাপাশি ভবিষতে এই ধরনের অবৈধ কাজকর্ম থেকে বিরত থাকার ব্যাপারেও তাঁদের সর্তক করা হয়। প্রশাসন সূত্রের খবর, বাগনান ১নং ব্লক এলাকার প্রতি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।