পানীয় জলের সঙ্কট, ডিভিসিকে দায়ী বাসিন্দাদের

breakingnews জেলা রাজনীতি

নিউজ পোল ব্যুরো, আসানসোল: শীতের শুরুতেই পানীয় জলের সঙ্কট দেখা গিয়েছে কুলটির ইস্কো এলাকায়। ইস্কোর আবাসনের বাসিন্দাদের অভিযোগ, পাইপলাইনের মধ্যে দিয়ে পানীয় জল তাঁদের কাছে পৌঁছচ্ছে না। পানীয় জলের সঙ্কটের দরুণ শুক্রবার ইস্কোর কুলটির সেইল গ্রোথ ওয়ার্কস কারখানার বাইরে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। ঠিকঠাকভাবে জল না পাওয়ার সমস্ত দায় ইস্কো চাপিয়েছে ডিভিসির ওপর।

ইস্কোর আবাসিকরা অভিযোগ জানিয়েছেন যে, তাঁরা গত ১০ দিন ধরে পানীয় জলের অভাব বোধ করছেন। আসানসোল পুরসভা থেকে ওই এলাকায় জল সরবরাহ করা হয়। কিন্তু সেই জল দিয়ে আবাসিকদের প্রতিদিনের কাজ ঠিকঠাক ভাবে হচ্ছে না। জলের অভাবে বাইরে থেকে বাড়তি টাকা ব্যয় করে ট্যাঙ্কারের জল কিনতে হচ্ছে বাসিন্দাদের। কতদিনে এই সমস্যার সমাধান হবে এই বিষয় বাসিন্দারা এখনও অন্ধকারে রয়েছেন।

শুক্রবার কুলটি, শিমুলতলা, হিল কলোনি, ইন্দিরা কলোনির বাসিন্দারা একসঙ্গে কারখানার গেট অবরোধ করে বিক্ষোভ দেখান। পুরসভার পাশাপাশি ইস্কোর তরফে পাইপলাইনের মাধ্যমে পানীয় জল সরবরাহ করা হয়। অনেকদিন ধরেই চলে আসছে এই জল সরবরাহ। কিন্তু এখন জলের সঙ্কট দেখা দিয়েছে। এই ক্ষোভ নিয়েই তাঁরা হাজির হন কারখানার সামনে। পরিস্থিতি স্বাভাবিক করতে কারখানার কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। এই গোটা বিষয়টার জন্য ডিভিসিকেই দায়ী করছে আধিকারিকরা।

কুলটি সেইল গ্রোথ ওয়ার্কসের চিফ জেনারেল ম্যানেজার বিক্ষোভকারীদের জানিয়েছেন, ডিভিসি মাইথন থেকে যে জল ছাড়ে, তা পরিস্রুত হওয়ার পর সরবরাহ করা হয়। এই একই ভাবে কারখানাতেও জল সরবরাহ করা হয়। যেখানে প্রত্যেকদিন টাউনশিপ ও কারখানা এই দুই মিলিয়ে মোট ১৪ হাজার কিউবিক মিটার জলের দরকার। সেখানে জল সরবরাহ হচ্ছে মাত্র দুই থেকে তিন হাজার কিউবিক মিটার। ৬ ডিসেম্বর থেকে অতিরিক্ত জল ছাড়ার আবেদন জানানো হয়েছে ডিভিসিকে। কিন্তু সেই আবেদনেও এখনও পর্যন্ত কোনও কাজ হয়নি বলেই অভিযোগ জানিয়েছেন আবাসিকরা।