সঙ্গীনীর খোঁজে ওড়িশা থেকে বাংলায় জিনাত?

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো, ঝাড়গ্রাম: এবার ঝাড়গ্রামে বাঘের হানা। চাকুলিয়ার জঙ্গলে ১৩ দিন ঘোরাঘুরির পর ঝাড়গ্রামে ঢুকে পড়লো একটি রয়্যাল বেঙ্গল টাইগার। তার গলায় থাকা রেডিও কলার থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যায় বৃহস্পতিবার ভোর সাড়ে চারটে নাগাদ বাঘিনী জিনাত ঢুকে পরে বেলপাহাড়ির জঙ্গলে। এই বেলপাহাড়ির জঙ্গল লোকালয় থেকে ঠিক ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। স্বাভাবিকভাবেই বেলপাহাড়ি সংলগ্ন মানুষ এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন।
অন্যদিকে, বাংলা, ওড়িশা ও ঝাড়খণ্ডের বনদফতরের কর্মীদের সতর্ক করা হয়েছে। আমজনতাকে ভয় না পেয়ে সতর্ক থাকতে বলেছেন তাঁরা। বাঘিনী জিনাত গত ২৮ নভেম্বর ওড়িশার চিংড়ি ফরেস্ট থেকে ঘুরতে ঘুরতে পথ ভুলে ঢুকে পড়ে ঝাড়খণ্ডে। এরপর জিনাতকে ঝাড়গ্রাম ও ঝাড়খণ্ডের সীমানায় কয়েকবার ঘোরাফেরা করতেও দেখা গেছে। তাই তাকে বন্দি করতে হাজির হন বনদফতরের কর্মীরা। জিনাতকে ধরতে তাঁরা জঙ্গলের মধ্যে একটি গাছে এক মহিষ শাবককে বেঁধে তার জন্যে অপেক্ষা করে। কিন্তু এই ঘন জঙ্গলে জিনাত নিজেকে চোখের আড়ালেই রেখে দেয়।
আচমকাই টোপ খেয়ে উধাও হয়ে যায়। পরবর্তীতে তাকে আটক করার জন্যে আনা হয় এক বিশেষ খাঁচা। ১২ ফুট চওড়া এই খাঁচা। এটি বানানো হয়েছে গাছের ডাল আর লতাপাতা দিয়ে। এটি একটি ছোট ঝোপের মতন। বাঘিনী যখনই তার টোপ ধরতে রাস্তা দিয়ে হেঁটে খাঁচার ভেতরে ঢুকবে তখনই বন্ধ হয়ে যাবে খাঁচার গেট। কিন্তু এতো কিছুর পরেও জিনাত নিজেকে ধরা দেয়নি! সকলেই ভাবছেন সঙ্গীনীর খোঁজেই এক রাজ্য থেকে অন্য রাজ্যে জিনাতের এই পদচারণা।