ফের শহরে উদ্ধার আগ্নেয়াস্ত্র! এসটিএফের জালে ধৃত ২

অপরাধ কলকাতা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতায় ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার! গতকাল বৃহস্পতিবার রাতে কলকাতা পুলিশের টাস্ক ফোর্স (এসটিএফ) বেনিয়াপুকুর থানা এলাকার এজেসি বোস রোডের বৈশালী গেস্ট হাউসে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ দু’জনকে আটক করে। ধৃতরা হল মিরাজ মালিক ও রাহিস কুমার। দু’জনেই বিহারের বাসিন্দা।

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফের বিশাল বাহিনী বেনিয়াপুকুর থানা এলাকার এজেসি বোস রোডের বৈশালী গেস্ট হাউসে অভিযান চালান। তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে দু’টি ৯ এমএম পিস্তল-সহ ১৮ রাউন্ড গুলি উদ্ধার করেন তাঁরা। ধৃতদের শুক্রবার আদালতে পেশ করা হয়। 

সম্প্রতি, মুর্শিদাবাদে তল্লাশি অভিযান চালিয়ে বাংলাদেশের ৩ নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্যকে গ্রেফতার করেছে অসম পুলিশের এসটিএফ শাখার গোয়েন্দারা৷ কলকাতায় ধৃতদের সঙ্গে জঙ্গি সংগঠনের সদস্যের কোনও সংযোগ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর৷ তবে কী কারণে এই ২ ব্যক্তি বিহার থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে কলকাতায় এসেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে৷ ধৃতদের সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের যোগ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ৷