দাউ দাউ করে জ্বলছে বস্তি, ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন

breakingnews কলকাতা শহর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : শুক্রবার দুপুরে ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড! তপসিয়া এলাকায় ফের আগুন লাগে এক ঝুপড়িতে। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। শুক্রবার বেলা সাড়ে ১২ টা নাগাদ তপসিয়া এলাকায় খালপাড়ের একটি ঝুপড়িতে আগুন লাগে। সায়েন্স সিটির পেছনে সেই আগুন মুহূর্তের মধ্যে ভয়াবহ আকার ধারণ করে। ঘিঞ্জি এলাকা হওয়ায়য় দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে এলাকায়। পাশাপাশি বাড়িগুলি তৈরি হয়েছে প্লাস্টিক, কাঠের মতো দাহ্য পদার্থ দিয়ে তাই আগুন দ্রুত ছড়াচ্ছে। তড়িঘড়ি বস্তির বাড়িগুলি থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে তৎক্ষণাৎ পৌঁছে যায় প্রগতি ময়দান থানার পুলিশ। এখনও কেউ ঝুপড়িতে আটকে রয়েছে কিনা, তা ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে গেছে দমকলের ২০টি ইঞ্জিন। আগুনের তীব্রতা এত বেশি যে কাছাকাছি এগোতে পারছেন না দমকল কর্মীরা। ঝুপড়ির পাশেই রয়েছে একটি বহুতল। সেখানকার বাসিন্দারাও আতঙ্কিত হয়ে পড়েছেন। শেষ পাওয়া খবরে জানা গেছে ২০০টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। পুলিশকে লক্ষ্য করে ইঁট ছুড়ার অভিযোগ। ২০০ বেশি জুবলি পুড়ে ছাই দাবি স্থানীয়দের। দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ। খালের জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা স্থানীয়দের। শীতের মধ্যে আশ্রয়হীন কয়েকশো মানুষ।