নদীর ধারে বাঘের হানা, আক্রান্ত নাবালক

breakingnews জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো, মৈপীঠ: রাতের বেলায় নদীর পারে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল এক নাবালক। হঠাৎই একটি বাঘ তার গায়ে ঝাঁপিয়ে পরে তাকে মুখে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ভাগ্যের জেরে বেঁচে গেলেও গুরুতর জখম হয় নাবালক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠ কোস্টাল থানা এলাকায়। নাবলকটি প্রাণে বেঁচে গেলেও তার শরীরে স্পষ্ট রয়েছে বাঘের আঁচড়ের দাগ। জখম নাবালকের নাম রাহুল হালদার, বয়স ১৬ বছর।

মৈপীঠ কোস্টাল থানা এলাকার পূর্ব দেবীপুর নকুল মোড়ের বাসিন্দা রাহুল। এই ঘটনার পর তার পরিবার অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছে। তার বাড়ির কাছেই রয়েছে এক নদী। সেই নদীর পারে দাঁড়িয়ে রাতে ফোন কথা বলছিল রাহুল। আচমকাই পেছন থেকে একটি বাঘ তার ওপর ঝাঁপিয়ে পরে। সে কোনোরকমে নিজেকে বাঘের হাত থেকে বাঁচায় কিন্তু তার শরীরে দেখা গিয়েছে একাধিক আঘাতের চিহ্ন। বৃহসপতিবার রাতেই রাহুলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

তবে সুন্দরবনে এই ঘটনা নতুন নয়। এর আগে অনেকেই বাঘের হানায় প্রাণ হারিয়েছেন। প্রচুর মৎসজীবীরাও জঙ্গলে মধু, চিংড়ির মিন, কাঁকড়া, কাঠ সংগ্রহ করতে গিয়ে বাঘের কবলে পড়েছেন। কেউ প্রাণ নিয়ে ফিরতে পারলেও অনেকেই ফেরেননি। প্রসঙ্গত, কিছুদিন আগেই কাঁকড়া ধরতে গিয়ে বাঘের কবলে পরে একজনের মৃত্যুর খবর মিলেছে।