আম্বেদকর ইস্যুতে এবার পথে নামছে তৃণমূল, ঘোষণা মুখ্যমন্ত্রীর

breakingnews কলকাতা জেলা রাজনীতি রাজ্য

নিজস্ব প্রতিনিধি কলকাতা: আম্বেদকর ইস্যুতে প্রতিবাদ আরও জোরাল করল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার বাংলাতেও উঠতে চলেছে প্রতিবাদের ঝড়, মিছিল নিয়ে পথে নামতে চলেছে দল। শুক্রবার সোশাল মিডিয়ায় পোস্ট করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের এই নতুন কর্মসূচির কথা ঘোষণা করলেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেন, ‘আগামী ২৩ ডিসেম্বর দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লক এবং পুরসভায়, কলকাতার প্রতিটি ওয়ার্ডে প্রতিবাদ মিছিল সংগঠিত হবে।’ শুক্রবার সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, ‘আমাদের সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরের অপমান মানছি না, মানব না! এই জাতি বিদ্বেষী বিজেপি সরকারকে ধিক্কার জানাই।’

বাবাসাহেব আম্বেদকরকে নিয়ে অমিত শাহ যে বক্তব্য রেখেছেন সেই সমালোচনার ঝড় যেন থামছেই না। তৃণমূল আগেও একাধিকবার এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে। যত দিন যাচ্ছে, তত তাদের দলিত-বিরোধী মুখোশ উন্মোচিত হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদের মর্যাদাকে লঙ্ঘন করেছেন এবং আমাদের সংবিধানের জনক, বাবাসাহেব ড. বি.আর. আম্বেদকর এবং সংবিধানের খসড়া কমিটির বাকি সকল বরণীয় এবং স্মরণীয় ব্যক্তিদের প্রতি বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন। এটি কেবলমাত্র বাবাসাহেবের অপমান নয়, এটি আমাদের সংবিধানের মেরুদণ্ডের ওপর একটি আঘাত এবং আমাদের দলিত ও আদিবাসী ভাইবোনদের প্রতি বিশ্বাসঘাতকতা।