জঞ্জালের স্তূপ চুঁচুড়া শহরে! রাস্তায় নামল সাফাই কর্মীরা

জেলা


নিউজ পোল ব্যুরো, হুগলি: অবশেষে ২০ দিন পর চুঁচুড়া শহরের সাফাইয়ের কাজ শুরু হল। গতকাল শুক্রবার রাতের পর আজ শনিবার সকাল থেকে চলছে জঞ্জাল সংগ্রহ ও রাস্তা পরিষ্কারের কাজ। অস্থায়ী শ্রমিক কর্মচারীদের দু’মাসের বেতন বাকি থাকায় কাজ বন্ধ করে এতদিন আন্দোলন চলছিল। ফলে শহর জঞ্জালে ভরে উঠেছিল। গতকাল সেই সমস্যা মিটেছে। মুখ্যমন্ত্রী তিন কোটি টাকা দিয়েছেন পুরসভাকে। সেই টাকায় দু’মাসের বেতন দেওয়া হবে বলে জানিয়েছেন বিধায়ক অসিত মজুমদার। এই খবর শোনার পরেই শ্রমিকেরা আন্দোলন থেকে সরে আসেন।

গতকাল রাত থেকেই শহরের জমা জঞ্জাল পরিষ্কার হতে শুরু হয়। এদিন সকাল থেকেই ঘড়ির মোড়, কামারপাড়া, নেতাজি সুভাষ রোড, মহত্মা গান্ধী রোড, বিবেকান্দ রোড, ব্যান্ডেল, তালডাঙা সহ পুরসভার ৩০টি ওয়ার্ডেই শুরু হয় জঞ্জাল পরিষ্কারের কাজ। সাফাই কর্মীরা ঝাঁট দিয়ে রাস্তা পরিষ্কার করেন। পাশাপাশি উপচে পড়া ভ্যাটের জঞ্জাল সংগ্রহ করে নিয়ে যাওয়া হয় ভাগাড়ে। স্থানীয় বাসিন্দা চন্দন ঘোষাল জানান, গোটা শহর জুড়ে যে ময়লা আবর্জনার স্তূপ হয়েছিল তা গতকাল রাত থেকেই পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। শহরের বিভিন্ন জায়গায় ময়লা হয়ে থাকার ফলে দুর্গন্ধ ছড়াচ্ছিল।
পুরসভার স্যানেটারি ইন্সপেক্টর হিমাংশু চক্রবর্তী জানান, ‘দীর্ঘ কুড়ি দিন ধরে শহরে জঞ্জালে স্তূপে ভর্তি হয়ে গিয়েছিল। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম আগামী দু তিন দিনের মধ্যে আমরা জঞ্জাল পরিষ্কার করে ফেলবো। তিনটে শিফটে কাজ করে বাজারের একাধিক জায়গায় পরিষ্কার করা হয়েছে। ৩০টা ওয়ার্ডেই একসঙ্গে কাজ শুরু হয়েছে। বড়দিনের আগেই শহরকে জঞ্জালমুক্ত করতে পারব।