পর্যটনে ভরা মরসুমে ভয়াবহ অগ্নিকাণ্ড মৌসুনি দ্বীপে

breakingnews জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, ডায়মন্ড হারবার: আজ শনিবার বিকেলে ফের আরেকবার মৌসুনি দ্বীপে ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড। যার জেরে পুড়ে খাক হয়ে গেল ১১ টি কটেজ। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যেয়। কপাল জোরে বাঁচলেন ওখানে থাকা পর্যটকরা। স্থানীয়দের অভিযোগ, কটেজ গুলিতে কোনরকম অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। এর ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় কোস্টাল থানার পুলিশ। তবে হতাহতের কোন খবর নেই।

স্থানীয় সূত্রে খবর, শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ মহামায়া কটেজে শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। কটেজের কোন অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ওই স্থানে থাকা পর্যটক ও স্থানীয়রা প্রথমে পোড়া গন্ধ এবং ধোঁয়া দেখতে পান। তারপর ওই ঘরের কাছে গিয়ে আগুন দেখতে পান। তাঁরা দেখেন মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। মোট ২০টি হোম স্টে ঘর এবং এর মধ্যে ১১টি ঘর ভস্মীভূত হয়ে যায়।

উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসেও মৌসুনি দ্বীপের একটি কটেজে আগুন লেগেছিল। আগুন ছড়িয়েছিল কটেজের রান্নাঘর, স্টোর রুম এবং ডাইনিং রুমে। রান্না ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছিল।

প্রত্যন্ত দ্বীপ এলাকা হওয়ায় সেখানে দমকলে পৌছনোর কোনও উপায় ছিল না। স্থানীয় বাসিন্দারা জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। তাঁদের প্রায় ১ঘন্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে কটেজটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। মাথায় হাত পড়ে যায় ওই কটেজের মালিকের। অভিযোগ, ওই পর্যটনস্থানে অধিকাংশ কটেজেরই দমকলের ছাড়পত্র নেই। শুধুমাত্র ট্রেড লাইসেন্স নিয়ে হোম স্টে ব্যবসা চালাচ্ছে হোটেল মালিকরা। ফলস্বরূপ,যেকোন সময় এখানকার কটেজে বিপদ ঘটতেই পারে।