বৌমার গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো দিলেন শ্বশুর, লোহার রড ঢুকিয়ে নির্যাতন শাশুড়ির!

অপরাধ জেলা

নিউজ পোল ব্যুরো, ভোপাল: বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলে ছেলের বৌয়ের গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো! শুধু তাই নয় এর পাশাপাশি গরম লোহার রড দিয়ে মহিলার গোপনাঙ্গ পুড়িয়ে দেওয়ার মতো নারকীয় ঘটনার সাক্ষী হয়ে রইলো মধ্য প্রদেশের রায়গড়।
জানা গিয়েছে, গত ১৩ ডিসেম্বর মহিলা একাই বাড়িতে ছিলেন। তখন পরিচিত এক যুবক এসেছিলেন স্টিম মেশিন চাইতে। পরিচয় দিতেই মহিলা দরজা খুলে বলেন দরজার পাশে মেশিন রাখা আছে নিয়ে নিতে। এই সময় ওই যুবক ওই মহিলার শ্লীলতাহানির চেষ্টা করে। দরজা বন্ধ করে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। মহিলাটি সম্মান রক্ষা করতে প্রাণপণে চিৎকার করেন। চিৎকার শুনে ছুটে আসে ননদ। অভিযুক্ত যুবক তাঁকে দেখে পালিয়ে যায়।


তারপরেই ঘটে আসল ঘটনা। ননদ তাঁর বাবা-মা অর্থাৎ ওই মহিলার শ্বশুর শ্বাশুড়িকে যৌন হয়রানির ঘটনা জানায়। তাঁরা পুত্রবধূর পাশে না দাঁড়িয়ে মহিলাকেই দোষারোপ করতে থাকেন! পোশাক খুলিয়ে নগ্ন করে মারধর শুরু করে দেয়। মারধরের জেরে জ্ঞান হারান ওই মহিলা। সেই সময় মহিলার শ্বশুর তাঁর গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো ভরে দেন। তাঁর শাশুড়ি লোহার রড গরম করে এনে গোপনাঙ্গে ঢুকিয়ে দেন। পায়ের থাই ও শরীরের অন্যান্য অংশও পুড়িয়ে দেন। ওই অবস্থায় তাঁকে রাস্তায় ফেলে রাখেনস্থানীয় এক বাসিন্দা তা দেখতে পেয়ে, মহিলার বাপের বাড়িতে খবর দেন। কোন মতে মহিলা বাপের বাড়িতে পৌঁছন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর মহিলা তাঁর শ্বশুর, শাশুড়ি, স্বামী এবং হেনস্থাকারী যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।