এসএসবির প্রতিষ্ঠা দিবসে বাহিনীর গৌরবময় ইতিহাস স্মরণ স্বরাষ্ট্রমন্ত্রীর

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো, শিলিগুড়ি : ভারত ও নেপালের সীমান্ত রক্ষায় সশস্ত্র সীমাবলের ভূমিকার ভূয়সী প্রশংসা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শিলিগুড়িতে আজ শুক্রবার বাহিনীর ৬১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘শুধুমাত্র সীমান্ত রক্ষাই নয়, মাদক পাচার রোধ সহ অন্যান্য আন্তর্জাতিক অপরাধ দমনে এই বাহিনীর ভূমিকা অনস্বীকার্য।’

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রানিডাঙা এসএসবি গ্রাউন্ডে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়ে পুষ্প চক্র নিবেদন করেন তিনি। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জওয়ানদের হাতে তাঁদের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব স্বরূপ পুরস্কার তুলে দেন। বাহিনীর মহা নির্দেশক অমৃত মোহন প্রসাদ অনুষ্ঠানে এসএসবির দীর্ঘ ৬১ বছরের কার্যক্রমের ইতিহাস তুলে ধরেন।