নিজস্ব প্রতিনিধি, হাওড়া : হাওড়ার ঐতিহ্যবাহী ব্যাঁটরা ক্রিকেট ক্লাবের ৭৫তম বর্ষপূর্তি উদযাপনে ছিল তারকার হাট। গত শুক্রবার ক্লাব প্রাঙ্গণে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই এক জমকালো পদযাত্রা হয়। এই পদযাত্রায় ক্লাবের সদস্যরা, প্রাক্তন ক্রিকেটাররা ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।
পদযাত্রার পর ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মূল অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী অরূপ রায়, প্রাক্তন ক্রিকেটার ও সিএবির সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, অরুন লাল, সিএবি সচিব অভিষেক ডালমিয়া, বিখ্যাত চিকিৎসক সুজয় চক্রবর্তী, জনপ্রিয় গায়ক সিদ্ধার্থশঙ্কর রায় (সিধু)।
অনুষ্ঠানে প্রাক্তন ক্রিকেটারদের সম্মানিত করা হয় এবং ক্লাবের অবদানের জন্য তাঁদের ধন্যবাদ জানানো হয়। এই উপলক্ষে এক আলোচনা সভাও হয় যেখানে ক্রিকেট এবং ক্লাবের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হয়।
সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘ব্যাঁটরা ক্রিকেট ক্লাব হল হাওড়ার গর্ব। এই ক্লাব থেকে অনেক ভালো ক্রিকেটার বেরিয়ে এসেছেন। আমি এই ক্লাবের সঙ্গে যুক্ত থাকতে পেরে গর্বিত।’
মন্ত্রী অরূপ রায় বলেন, ‘ব্যাঁটরা ক্রিকেট ক্লাব কেবল একটি ক্রিকেট ক্লাব নয়, এটি হল একটি সামাজিক সংস্থা। এই ক্লাব স্থানীয় যুবকদের জন্য একটি মঞ্চ তৈরি করেছে।’
সিদ্ধার্থশঙ্কর রায় বলেন, ‘আমি ব্যাঁটরা ক্রিকেট ক্লাবের সঙ্গে যুক্ত থাকতে পেরে খুশি। এই ক্লাবের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে আমি গান গাওয়ার সুযোগ পেয়েছি, এটি আমার জন্য এক বিশেষ অনুভূতি।’