শুরু হল ক্রিসমাস কার্নিভাল

breakingnews জেলা বিনোদন রাজ্য

মৌমিতা সানা, হাওড়া: কলকাতার লাগোয়া ঐতিহ্যবাহী যমজ শহর হাওড়াতেও শুরু হল ক্রিসমাস কার্নিভাল। যদিও গত বছর থেকে এই কার্নিভালের সূচনা। কিন্তু গতবছর তাল কেটেছিল এই কার্নিভালের। রাজ্যের মন্ত্রীর সঙ্গে হাওড়া পুরসভার দ্বন্দ্বে বন্ধ হয়ে গেছিল কার্নিভাল। শেষমেষ মুখ্যমন্ত্রীর নির্দেশে পরিস্থিতির সামাল দেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সেই আবহে এই বছরেও সোমবার সন্ধ্যায় উদ্বোধন হল ডুমুরজলা ষষ্ঠী নারায়ণ ইকো পার্কে ক্রিসমাস কার্নিভালের।

সোমবার সন্ধ্যায় কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অরূপ রায়, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়,কার্নিভাল কমিটির চেয়ারম্যান সুমন বন্দ্যোপাধ্যায়, হাওড়ার পুর প্রশাসক সুজয় চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা। ২৩ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত চলবে এই কার্নিভাল। গত বছরের তুলনায় এবার হাওড়া ক্রিসমাস কার্নিভালে স্টলের সংখ্যা বেশি থাকছে। এবারে সোনাঝুড়ির হাট, সুন্দরবনের টেরাকোটা শিল্পীদের বিশেষ স্টল সহ মোট ৭৩টি স্টল থাকছে। থাকছে ফুড কোর্ট, ম্যাজিক শো, শিশুদের খেলার জায়গা। প্রতিদিনই সন্ধ্যায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। সঙ্গীত পরিবেশন করবেন রাঘব চট্টোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য, রূপঙ্কর বাগচী, লোপামুদ্রা মিত্রের মতো সঙ্গীত শিল্পীরা। প্রতিদিন বিকেল চারটে থেকে রাত দশটা পর্যন্ত কার্নিভালে আসতে পারবেন সাধারণ মানুষ।

প্রসঙ্গত, গতবছর এই ক্রিসমাস কার্নিভালের অনুষ্ঠানে পার্কিং নিয়ে শিবপুরের বিধায়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির সঙ্গে হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তীর মধ্যে বচসা হয়। সুজয় বাবু প্রতিবাদে বন্ধ করে দেন কার্নিভাল। এরপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ফের চালু হয় এই কার্নিভাল। হাওড়া ক্রিসমাস কার্নিভালের জন্য এবার বিশেষ কমিটি তৈরি করা হয়। এবারে মেলায় প্রবেশ এবং গাড়ি পার্কিং পুরোপুরি বিনামূল্যে করা হয়েছে।