সপ্তাহভর শুষ্কই থাকবে আবহাওয়া

আবহাওয়া কলকাতা জেলা দেশ রাজ্য শহর

নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ- আগামী কয়েকদিন আবহাওয়ার সেরকম কোনো পরিবর্তন হবে না রাজ্যে| মূলতঃ শুষ্কই থাকবে গোটা রাজ্য,এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দফতর|
উত্তর-পশ্চিম ভারতে যে পশ্চিমি ঝঞ্ঝা সক্রিয় হয়ে উঠেছে তার ফলে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমার কোনো লক্শণ দেখা যাচ্ছে না| বৃষ্টি হওয়ার ফলে যে ঠাণ্ডার সৃষ্টি হয়েছিল তা কিন্তু আর অনুভূত হচ্ছেনা| যার ফলে বড়দিনে সকলের আশায় জল ঢেলে দিল আবহাওয়া| আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে এরফলে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে| উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণ বঙ্গের জেলাগুলোতেও আবহাওয়া শুষ্কই থাকবে,এখানেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই| ফলে বছর শেষে ঠাণ্ডা ছাড়াই কাটাতে হবে সকলকে| অন্যবার বড়দিনের সময় সকলে যে ঠাণ্ডা উপভোগ করেন এবার তা বাদ দিয়েই বড়দিনকে পালন করতে হবে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর|