নিজস্ব প্রতিনিধি,কলকাতা:- আসন্ন গঙ্গাসাগর মেলায় বিপুল ভিড় সামলাতে রেলওয়ে প্রশাসন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। শিয়ালদহ ডিভিশনের পখ্ষ থেকে বিপুল জনসমাগম সামলানো এবং তীর্থযাত্রীদের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের সবরকম ব্যবস্থা করা হচ্ছে|
আগামী ১২ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত ৭২টি বিশেষ ট্রেন চালানো হবে এই গঙ্গাসাগর মেলা উপলক্ষে। এই ট্রেনগুলির তালিকা ও সময়সূচী সংবাদমাধ্যমে প্রকাশ করার পাশাপাশি স্টেশন এবং আশেপাশের এলাকায় বিশেষ ট্রেন পরিষেবা সংক্রান্ত ঘোষণা করা হবে। অতিরিক্ত ভীড় সামলাতে খালি রেক প্রস্তুত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে কাকদ্বীপে ৫টি এবং নামখানায় ৫টি অতিরিক্ত টিকিট কাউন্টার চালু করা হবে।
শিয়ালদহ দক্ষিণ, প্রিন্সেপ ঘাট, কাকদ্বীপ ও নামখানা স্টেশনে বিশেষ আরপিএফ বাহিনী মোতায়েন করার পাশাপাশি সিভিল ডিফেন্স, স্কাউট,এবং সেন্ট জন অ্যাম্বুলেন্স থেকে স্বেচ্ছাসেবক নিযুক্ত করা হবে, আরপিএফ কর্মীরা জিআরপি এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে ভিড় নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বজায় রাখবে।
মেলা চলাকালীন প্রধান স্টেশন এবং চারপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং আলোর যথাযথ ব্যবস্থা নিশ্চিত করা হবে। পর্যাপ্ত পানীয় জল সরবরাহ থাকবে। মেডিক্যাল বুথ এবং অ্যাম্বুলেন্স, পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট তীর্থযাত্রীদের ব্যবহারের জন্য থাকবে।
সমস্ত স্পর্শকাতর স্থানে কার্যকর সিসিটিভি ক্যামেরা থাকবে। বারুইপুর, লক্ষ্মীকান্তপুর এবং শিয়ালদহের ওভারহেড তার সমস্যার জন্য প্রস্তুত টাওয়ার ওয়াগন থাকবে। স্টেশন ম্যানেজারেরা স্টাফেদের সুষ্ঠু এবং যথাযথ উপস্থিতি নিশ্চিত করবেন।
এই পরিকল্পনাগুলির মাধ্যমে রেলওয়ে প্রশাসন আশা করছে গঙ্গাসাগর মেলায় আগত তীর্থযাত্রীদের সুবিধা এবং নিরাপত্তা নিশ্চিত করা যাবে।