বাড়তে চলেছে পপকর্নের দাম?

বিনোদন

নিউজ পোল ব্যুরো: বাড়তে চলেছে পপকর্নের দাম? সোশাল মিডিয়ায় ভাইরাল এই খবর! সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সভাপতিত্বে জিএসটি কাউন্সিলের ৫৫তম বৈঠক শনিবার রাজস্থানের জয়সলমীরে অনুষ্ঠিত হয় এবং তাতে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তগুলির মধ্যে পপকর্নের ওপর তিন ধরনের জিএসটি হার আরোপ করতে সম্মত হয়েছে, যা স্বাদ অনুযায়ী হবে।

আপনি যদি নোনতা ও মশলাদার পপকর্ন পছন্দ করেন তাহলে আপনার পকেট থেকে খসতে চলেছে অতিরিক্ত টাকা। তবে তা প্যাকেজিং ও লেবেলযুক্ত না হলে, তার ওপর ৫ শতাংশ হারে জিএসটি প্রযোজ্য হবে। অন্যদিকে, একই স্বাদের পপকর্ন যদি পপ্যাকেজিং ও লেবেলযুক্ত বিক্রি করা হয়, তবে এর ওপর জিএসটির হার ১২ শতাংশ হবে। যদি এটি সুগার কোটেড হয় তবে এর ওপরে ১৮ শতাংশ জিএসটি আরোপ করা হবে।

এছাড়াও মন্ত্রী মহলে আরও বেশ কিছু প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবগুলির মধ্যে রয়েছে সিগারেট এবং তামাকের জিএসটির হার ৩৫ শতাংশ বাড়ানো হয়েছে। ১৫০০ টাকা পর্যন্ত দামের কাপড়ের ৫ শতাংশ জিএসটি, ১০ হাজার টাকা পর্যন্ত দামের কাপড়ের ওপর ১৮ শতাংশ জিএসটি এবং তার বেশি দামের কাপড়ে ২৮ শতাংশ জিএসটি করার প্রস্তাব করা হয়েছে। বৈঠকে ১৫ হাজার টাকার বেশি দামের জুতো এবং ২৫ হাজার টাকার বেশি দামের ঘড়ির ওপর ২৮ শতাংশ জিএসটির সুপারিশ করা হয়েছে।

জিএসটি কাউন্সিলের বৈঠকে গৃহীত কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত:
১. ই-কমার্স প্লাটফর্মের মাধ্যমে খাবার অর্ডার করার জন্য ডেলিভারি চার্জের ওপর জিএসটি কমানোর কথা বলা হয়েছে।

  1. প্যাকেজ করা এবং লেভেল যুক্ত রেডি-টু-ইট-স্ন্যাকস ১২ শতাংশ জিএসটি নেওয়া হবে, যেখানে ক্যারামেলাইজড পপকর্ন ১৮ শতাংশ জিএসটি দিতে হবে।
  2. নুন এবং মিশ্রিত প্যাক ছাড়া এবং লেভেলবিহীন পপকর্নের ক্ষেত্রে জিএসটি ৫ শতাংশ ধার্য করা হয়েছে।
  3. এভিয়েশন টারবাইন ফুয়েল কে (ATF) জিএসটি আওতায় আনার কেন্দ্রের প্রস্তাবে বিরোধিতা করেছে রাজ্যগুলি।
  4. এখন ১২ শতাংশের পরিবর্তে যে কোনও কোম্পানির মাধ্যমে ইলেকট্রিক গাড়িসহ পুরনো গাড়ি বিক্রির ওপর ১৮ শতাংশ জিএসটি ধার্য করা হবে।