নিউজ পোল ব্যুরো:- আর একদিন পর অর্থাৎ ২৫ ডিসেম্বর ক্রিসমাস বা বড়ো দিন, তার আগেই অর্থাৎ ২৩ ডিসেম্বর জীবনের নতুন ইনিংস শুরু করলেন ভারতীয় তারকা পিভি সিন্ধু।২২ ডিসেম্বর উদয়পুরের রাফেলে তথ্যপ্রযুক্তির সংস্থার শীর্ষকর্তা ভেঙ্কট দত্ত সাইয়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন রিও ও টোকিও অলিম্পিকে জোড়া পদকজয়ী ভারতীয় তারকা পিভি সিন্ধু।২৪ ডিসেম্বর হায়দ্রাবাদে আয়োজিত হচ্ছে রিসেপশন পার্টি।
২০ ডিসেম্বর হয় সঙ্গীত এবং পরের দিন হলদি, পেলিকুথুরু এবং মেহেন্দি অনুষ্ঠানও হয়েছে বলে সূত্রের খবর। দুই পরিবারই নিজেদের বেশ কিছুদিন ধরে চেনেন বলে জানিয়েছিলেন সিন্ধুর বাবা পিভি রমনা। সিন্ধুর বাবা আরও জানিয়েছিলেন, জানুয়ারি আপনি কি আবার নেমে পড়বেন শাটল- কফ হাতে। সেই কথা মাথায় রেখেই ডিসেম্বরেই তাঁর বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ আর নাকি সময়ই পাওয়া যাচ্ছিল না।
পিভি সিন্ধু ও ভেঙ্কট দত্ত সাইয়ের বিয়েতে তাঁদের আশীর্বাদ দিতে পৌঁছে গিয়েছিলেন যোধপুরের কালচার অ্যান্ড টুরিজম মিনিস্টার গজেন্দ্র সিং শেখাওয়াত। তিনি এক্স হ্যান্ডেলে সিন্ধু ও ভেঙ্কটের ছবি শেয়ার করেছেন।সিন্ধুর স্বামী বর্তমানে পসিডেক্স টেকনোলজির এক্সিকিউটিভ ডিরেক্টরের পদে রয়েছেন। হায়দরাবাদের এই সংস্থা ডেটা ম্যানেজমেন্ট ও অ্যানালিটিক্স সলিশনের ওপর কাজ করে। আইআইটি বেঙ্গালুুরু থেকে বেঙ্কট ডেটা সাইন্স ও মেশি লার্নিংয়ে নিজের মাস্টার্স ডিগ্রি করেছেন ভেঙ্কটা।
সম্প্রতি, সিন্ধু লখনউতে সৈয়দ মোদি ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে চীনের উ লুও ইউকে পরাজিত করে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন (বিডব্লিউএফ) ওয়ার্ল্ড ট্যুরের দুই বছরেরও বেশি সময়ের খরা শেষ করেছে।