উঠে যাচ্ছে পাশ ফেল প্রথা?

দেশ শিক্ষা

নিউজ পোল ব্যুরো, নয়াদিল্লি: দেশের শিক্ষা ব্যবস্থায় আবার একবার বড় ধরনের পরিবর্তনের এল। কেন্দ্রীয় সরকার পঞ্চম ও অষ্টম শ্রেণির জন্য চালু করা ‘নো-ডিটেনশন পলিসি’ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে এই দুটি শ্রেণিতে আবারও পাশ-ফেলের ব্যবস্থা চালু হতে চলেছে।

শিক্ষা মন্ত্রকের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যদি কোনো ছাত্র বা ছাত্রী এই দুটি শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ না হয় তাহলে তাকে আর একবার পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। তবে দ্বিতীয়বারের পরীক্ষায়ও যদি সে উত্তীর্ণ না হয় তাহলে তাকে পরের শ্রেণিতে উন্নীত করা হবে না।

কেন্দ্রীয় সরকারের মতে, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হল শিক্ষার মানকে যাতে আরও উন্নত করা যায়। তাদের মতে, পাশ-ফেলের ব্যবস্থা থাকলে ছাত্রছাত্রীরা আরও বেশি মন দিয়ে পড়াশোনা ।

কেন্দ্রীয় সরকারের এই নতুন নিয়ম কেন্দ্রীয় বোর্ডের সব স্কুলেই লাগু হবে। এর মধ্যে রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় এবং সৈনিক স্কুলগুলি। দেশের প্রায় তিন হাজারটি স্কুল এই নিয়মের আওতায় আসবে।

দেশের বেশিরভাগ রাজ্যই শিক্ষার ক্ষেত্রে স্বাধীনতা পেয়ে থাকে। তাই কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের পর রাজ্যগুলি কী পদক্ষেপ নেবে তা দেখার বিষয়। এরইমধ্যেই দেশের ১৬টি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চল কেন্দ্রীয় সরকারের ‘নো-ডিটেনশন পলিসি’ বাতিল করে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাশ-ফেলের ব্যবস্থা চালু করেছে।
কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদিকে যেমন অনেকেই মনে করছেন এই সিদ্ধান্ত শিক্ষার মান উন্নয়নে সাহায্য করবে, অন্যদিকে অনেকেই মনে করছেন এই সিদ্ধান্ত ছাত্রছাত্রীদের ওপর চাপ বাড়াবে।