নিজস্ব প্রতিনিধি,কলকাতা: বড়দিনের আগে সল্টলেকের এক তিনতারা হোটেলে SKYVIEW ক্যাফে আট বছরের জন্মদিন পালনসল্টলেকের অন্যতম নামী হোটেল DESOVRANI-র তাদের রুফ্ট টপ ক্যাফেতে পালন করলো আট বছরের জন্মদিন।
হোটেলের ম্যানেজিং ডিরেক্টর কমলিনি পল এবিষয়ে নিউজ পোলকে জানান, বিখ্যাত বাস্তুকার ডিসি পালের পরিবারের জন্মগ্রহণ করেও এবং হায়ার স্টাডিজ শেষ করে সাধারণ মানুষের মতো কেরিয়ারের শুরুতে তিনি চাকরি করেন কলকাতার নামী কয়েকটি হোটেলে।
সেখান থেকে তার স্বপ্ন দেখার শুরু হয় যে তিনি নিজস্ব কিছু একটা করবেন। সেই স্বপ্ন থেকেই আসতে আসতে নিজেকে গড়ে তুলে সল্টলেকের ডিডি ব্লকের আজকের এই হোটেলটি চালাচ্ছেন।
প্রথম দিন থেকে এই কঠিন সময়ে যারা তাঁর পাশে ছিলেন এই আঁট বছর জন্মদিনে আমন্ত্রণ জানানো হয় তাদেরকে। ২৪,২৫ ডিসেম্বর দুপুরে ও ৩১ ডিসেম্বর রাতে যে অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
এছাড়াও তাদের নতুন মেনু লঞ্চ করেন। ২৫ ডিসেম্বর তাদের রেস্টুরেন্টে ও skyview ক্যাফেতে বিভিন্ন প্যাকেজে নানান লোভনীয় খাবারের ব্যবস্থা থাকবে।
পাশাপাশি আরও ব্যবস্থা থাকবে স্পেশাল ড্রিংকসের প্যাকেজে এমনটাই জানান তিনি। অনুষ্ঠানে খুশি মেজাজে দেখা যায় হোটেলের ম্যানেজিং ডিরেক্টর কমলিনি পলকে।
তিনি বলেন, ‘শুরুতে পুরনো বোতল রঙ করে শুরু করেছিলাম এই কাজ একসময়। এখন প্রচুর মানুষের ভালো ফিডব্যাকে আরও বেশি মনে জোর পেয়েছি’।এদিনের জন্মদিনে পার্টিতে গানে গানে সেজে ওঠে মুহুর্ত। কলকাতার নামীদামি ব্যক্তিত্বদের উপস্থিতি যেনো আরও সৌন্দর্য বাড়িয়ে তোলে বিশেষ মুহূর্তের।