নিউজ পোল, ব্যুরো: অসুস্থ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলি। আচমকাই স্বাস্থ্যের অবনতি হওয়ায় থানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে। যদিও তার অবস্থা এখন স্থিতিশীল বলে মনে করা হচ্ছে।
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন কাম্বলি। এর আগেও নানা ভিডিয়ো প্রকাশ্যে এসেছিল, যেখানে প্রাক্তন এই ক্রিকেটার ভালো ভাবে হাঁটতে অবধি পারছিলেন না। এর আগে সম্প্রতি কাম্বলির স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার খবর সামনে আসে। তারপরই ১৯৮৩ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্যরা তাঁর পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন। কপিল দেব ও সুনীল গাভাসকার কাম্বলিকে সাহায্য করার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি তাঁকে পুনর্বাসন কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এর আগে ২০১৩ সালে দুবার অস্ত্রোপচার হয় কাম্বলির। তখন চিকিৎসার ব্যয়ভার বহন করেছিলেন শচীন তেণ্ডুলকর।
জানা গেছে, ইউরিন ইনফেকশনে ভুগছেন ৫২ বছর বয়সী এই ক্রিকেটার। সম্ভবত একারণেই অসুস্থ হয়ে পড়েছেন কাম্বলি। উল্লেখ্য, কাম্বলির বিরুদ্ধে মদ্যপান ও উশৃঙ্খল জীবনযাপনের অভিযোগ বারবার উঠেছে।