নিজস্ব সংবাদদাতা, হুগলি : দেশ তথা গোটা বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে বড়দিন। সেই উপলক্ষে সেজে উঠেছে বিভিন্ন গির্জাগুলি। রাত পোহালে বড় দিন। আর রাজ্যের অন্যতম চার্চ ব্যান্ডেল চার্চ। ক্রিসমাস উপলক্ষে প্রতিবারের মতো এবারও সাজিয়ে তোলা হয়েছে ব্যান্ডেল চার্চ।
১৫৯৯ সালে প্রতিষ্ঠিত এই চার্চটি বছরের পর বছর ধরে মানুষের কাছে আকর্ষণের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে। তাই সারাবছরই ভিড় লেগেই থাকে ব্যান্ডেল চার্চে। আলোর রোশনাইয়ে সেজে উঠেছে চার্চটি। চার্চের সামনে বেথলেহেমের আস্তানা তৈরি করা হয়েছে। যেখানে মেরী মায়ের কোলে যীশুর জন্ম বৃত্তান্ত তুলে ধরা হয়েছে। এদিন এই ভিড় আরও অনেকটাই বেড়ে যায়। তাই ভিড় নিয়ন্ত্রণ করতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয় গোটা ব্যান্ডেল চার্চ জুড়ে।
২৪ ডিসেম্বর মধ্যরাতে প্রভু যীশুর জন্ম মুহূর্তে মিড নাইট মাস হবে। তার আগে রাত সাড়ে দশটা থেকে চলবে বিশেষ প্রার্থনা। বড়দিন ও বর্ষবরনের উৎসবে ভিড়ের কারণে ২৫ ডিসেম্বর ও ১ লা জানুয়ারী ব্যান্ডেল চার্চ বন্ধ থাকে দর্শনার্থীদের জন্য। তবে যেখানে গোশালা তৈরি হয়েছে সেখানে যাওয়ার অনুমতি থাকে। ব্যান্ডেল চার্চের সামনে বড়দিন উপলক্ষে মেলা বসে। হরেক পসরা নিয়ে সাজিয়ে বসেন দোকানিরা। কেনাবেচা হয় ভালোই। গঙ্গার পারে খোলা মাঠেও মেলা হয়। সব মিলিয়ে এই কটা দিন জমজমাট থাকে ব্যান্ডেল চার্চ।