নিউজ পোল বিনোদন ডেস্ক, কলকাতা: দেব অভিনীত বাঘা যতীন ছবির পরিচালক অরুণ রায়ের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। খাদ্যনালীতে ক্যান্সার আক্রান্ত অবস্থায় গত তিন দিন ধরে আরজি কর হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন। মেডিসিন ওয়ার্ডের HDU-তে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর অবস্থা বেশ আশঙ্কাজনক। পরিচালকের এই অসুস্থতার খবর নিশ্চিত করেছেন টলিউডের অভিনেতা তথা জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ।
তিনি জানান, গত তিন দিন ধরে আরজি করে ভর্তি রয়েছেন অরুণ রায়। তাঁর অবস্থা বেশ আশঙ্কাজনক। মেডিসিন ওয়ার্ডের HDU-তে তাঁর চিকিৎসা চলছে। উল্লেখ্য, কিঞ্জল নন্দ অভিনীত হীরালাল ছবিটিও অরুণ রায়ের নির্দেশনাতেই তৈরি হয়।
প্রসঙ্গত, ২০২৩-এর দুর্গাপুজোয় মুক্তি পেয়েছিল অরুণ রায় পরিচালিত ও দেব অভিনীত ছবি ‘বাঘা যতীন’। ছবি চলাকালীনই শোনা যায় তাঁর অসুস্থতার কথা। ক্যান্সারে আক্রান্ত হলেও কাজের সঙ্গে আপোষ করতে রাজি নন এই পরিচালক। গত বছরের শেষের দিকেও বেশ অসুস্থ হয়ে পড়েন তিনি। সেই সময়
হাসপাতালে অনেকদিন চিকিৎসাধীনও ছিলেন। কেমোথেরাপি চলাকালীনও তিনি শ্যুটিংয়ের কাজ চালিয়ে গিয়েছেন। এমনকী শোনা যায়, বাঘা যতীনের শ্যুটিংয়ের সময় অসুস্থ থাকা স্বত্ত্বেও কাজ থামাননি। প্রথম স্টেজেই খাদ্যনালীতে ক্যানসার বাসা বাঁধলেও বাঘা যতীন ছাড়াও অরণ্যের দিন রাত্রি ছবির কাজও শেষ করেছিলেন তিনি।
জীবনের কঠিন সময়েও তিনি ছিলেন ভীষণ পজিটিভ। যখনই তাঁর শারীরিক অসুস্থতা ক্যানসার সংক্রান্ত কোনও বিষয়ে প্রশ্ন করা হয়েছে, তিনি তার বিরুদ্ধে আপত্তি জানান। তাঁর মতে, এই রোগ তো যে কারোরই হতে পারে। এটা তো কোনও আলোচ্য বিষয় হতে পারে না। রোগকে গুরুত্ব না দিয়ে কাজ পাগল পরিচালক অরুণ রায়ের মনোবলের তারিফ করেন ইন্ডাস্ট্রির সকলেই। তাঁদের আশা তিনি এই লড়াইয়ে অবশ্যই জয়ী হবেন। সুস্থ হয়ে ফের কাজে ফিরবেন সেই আশাই করছেন টলিউডের সহকর্মীরা।