নিজস্ব প্রতিনিধি,হুগলি: সিবিআই দফতর থেকে বেরিয়ে সিবিআইকে ভন্ড বলে দাবী বিশ্বজিৎ সরকারের। ভোট পরবর্তী হিংসায় মৃত অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ।
ভোট পরবর্তী হিংসায় বেলেঘাটায় মৃত্যু হয় বিজেপি সমর্থক অভিজিৎ সরকারের। তারপর থেকে একাধিকবার সিবিআই দফতরে আসে বিশ্বজিৎ সরকার। সেই মামলায় মূলত তৃণমূল বিধায়ক পরেশ পাল,কাউন্সিলর স্বপন সমাদ্দারের বিরুদ্ধে অভিযোগ তার। সিবিআইয়ের কাছে তার লিখিত অভিযোগে একাধিকবার এই দুজনের নাম জানিয়েছেন বিশ্বজিৎ। মঙ্গলবার এই মামলার তদন্তের অগ্রগতির বিষয়ে জানতে আসেন সিবিআই অধিকারিকদের কাছে।
এদিন সিবিআই আধিকারিকের সাথে কথা বলে বেরিয়ে আসার সময় হাতে ভন্ড লেখা কাগজ ছিল বিশ্বজিতের হাতে। তার সরাসরি দাবী সিবিআই ভন্ড। সিবিআই অধিকারিকদের সাথে কথা বলার পর তাঁর কণ্ঠে ছিল অসন্তোষের সুর।
এদিন তিনি বলেন, ‘চিঠি দিয়েছি কোন সৎ উত্তর নেই। আমি একটা অভিযোগ দিলাম, আসামির উকিলরা একটি বেল পিটিশন দিয়ে গেছে। তার টাইম ফিক্সড হয়েছে, রিসিভ হচ্ছে, অথচ কোর্টে সিরিয়ায় যাচ্ছেনা আসামিদের বেল হয়ে যাচ্ছে। একদিন বুঝলাম, পরপর চারদিন কি করে হয়? সেই নিয়ে চিঠি দিয়েছি। তাহলে ভন্ডামিটা কে করলো?’। অর্থের বিনিময়ে সেটিং করেছে সিবিআই এরূপ মন্তব্য করেন তিনি।
এদিন তিনি আরও বলেন, ‘২০২২ সালে সিবিআই বলে শর্ট টাইমে মধ্যে চার্জ সিট দেবে। এখনো চার্জ সিট দিলোনা। আসামের সঙ্গে কার যোগ রয়েছে অর্থের বিনিয়মে?’ ।