বেলুড় মঠে যীশু পূজা

জেলা রাজ্য সংস্কৃতি

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: প্রতি বছরের মতো এবারেও ক্রিসমাসের আগের সন্ধ্যায় আজ মঙ্গলবার বেলুড় মঠে মহাসাড়ম্বরে পালিত হল ক্রিসমাস ইভ বা যীশু পুজো। প্রথা মেনে সন্ধ্যা আরতির পর মূল মন্দিরের ভেতরে ডান দিকে যীশুর পুজোর আয়োজন করা হয়। মা মেরির কোলে যীশু, যীশুর প্রতিকৃতি রাখা আসনের চারপাশ আলো দিয়ে সজ্জিত করে ধূপ ধূনো ফুল মালা কেক মিষ্টি লজেন্স ইত্যাদি দিয়ে যীশুর পূজার্চ্চনা করা হয়। মঠের সন্ন্যাসীরা ক্যারল সঙ্গীত পরিবেশন করেন। এই বিশেষ দিনটিকে স্মরণ করে সন্ন্যাসীদের ভাষণ, বাইবেল পাঠ করা হয়।

কথিত আছে রামকৃষ্ণ দেবের প্রয়াণের পর স্বামীজী তাঁর কয়েকজন গুরু ভ্রাতাকে নিয়ে হুগলির আটপুরে এক গুরু ভাইয়ের বাড়িতে গিয়েছিলেন। সেখানে এক সন্ধ্যায় ধুনি জ্বালিয়ে তাঁর গুরু ভাইদের যীশুর ত্যাগ, শক্তি প্রভৃতি বিষয়ে ভাষণ দিয়েছিলেন। ঘটনাচক্রে সেই দিনটি ছিল ২৪ ডিসেম্বর, অর্থাৎ ক্রিসমাসের ঠিক আগের সন্ধ্যা।
সেই দিন থেকেই এই দিনটিকে স্মরণ করেই প্রতিবছর বেলুড়মঠে পালিত হয় এই যীশু পুজো। এই অনুষ্ঠান দেখতে প্রচুর মানুষ ভিড় জমান মন্দির চত্বরে। পুজো শেষে প্রসাদ বিতরণ করা হয়।