নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: দিল্লির সাধারণতন্তের দিবসে প্যারেডে আবার যোগদান করবে বাংলার মেয়ে। হ্যাট্রিক বাঁকুড়ার বেতিয়াডোর যামিনী রায় কলেজের। এর আগে ২০১৬সালে হারাধন কর্মকার এবং ২০১৭ সালে মৃত্তিকা দাসের পর এবার ২০২৪ এর জাতীয় সেবা প্রকল্প (NSS) বিভাগ থেকে ২০২৫ এ দিল্লির রাজপথে অংশগ্রহণ করবে রিয়া বর্ধন। রিয়া বাঁকুড়ার চণ্ডাল গ্রামের বাসিন্দা ও বেতিয়াডোর যামিনী রায় কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী। আগামী ৩০ ডিসেম্বর দিল্লির পথে বাড়ি দেবেন। এই মুহূর্তে কলেজের মাঠে তাঁর প্রস্তুতি চলছে।
রিয়া বলেন, ‘আমার এই খবর শুনে আমার পরিবার খুব খুশি। ৩১ ডিসেম্বর আমি দিল্লি পৌছবো। কলেজের মাঠে এখন প্র্যাকটিস চলছে। আমি আমার ১০০% দেব।’ পড়াশোনার পাশাপাশি এই NSS এর প্রস্তুতি চলছে এই নিয়ে প্রশ্ন করা হলে রিয়া বলেন, ‘কলেজের ভর্তি হওয়ার আগে থেকেই আমি NSS এ ভর্তি হয়েছিলাম। যেহেতু NSS এর একটি লক্ষ্য হল দেশের সেবা কর, সেখান থেকেই অনুপ্রাণিত হই। প্রথম থেকেই NSS এর দিকে মন ছিল তাই এটা নিয়ে এগিয়ে যেতে চাই।’
প্রত্যন্ত গ্রাম থেকে দিল্লির রাজপথে এই জার্নিটা মোটেই সহজ ছিল না। একেবারে নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসেছে। বাবা, মা ও দাদার সাথেই ভেঙে পড়া মাটির বাড়িতে থাকে রিয়া। তাঁর বাবা প্রভাকর বর্ধন অন্যের গাড়ি চালিয়ে সংসার চালান। মা মান্তু বর্ধন গৃহবধূ। আর্থিক অভাবে রিয়ার দাদা উচ্চমাধ্যমিকের পর আর পড়াশোনা চালিয়ে যেতে পারেনি। সে বর্তমানে একটি বেসরকারি সংস্থায় কর্মরত। তবে হাজার প্রতিবন্ধকতা পেরিয়ে দিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবসে প্যারেডে যোগদানের খবর শুনে অতন্ত্য খুশি তাঁর পরিবার।
কলেজ সূত্রে খবর, NSS বিভাগ থেকে ২৬ জানুয়ারী প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে কেন্দ্রীয় প্যারেডে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। খুবই উদ্যমী ও পরিশ্রমী ওই ছাত্রীর সাফল্যের বিষয়টি কলেজের কাছে অতন্ত্য গর্বের। রিয়ার মা মান্তু বর্ধন খুবই আপ্লুত। মেয়ের বিষয়ে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন। তিনি বলেন, ‘অনেক কষ্ট করে মেয়েকে মানুষ করেছি। আমি চাই ও আরও অনেকদূর এগিয়ে যাক।’
যামিনী রায় কলেজের শিক্ষক হারাধন কর্মকার বলেন, ‘আমাদের কলেজ এবার হ্যাট্রিক করতে চলেছে। ২০১৬ সালে আমি নিজে দিল্লির প্যারেডে যোগদান করেছিলাম। এরপর ২০১৭ সালে মৃত্তিকা দাস সেখানে অংশ নেয়। তারপর অনেকগুলো বছর পেরিয়ে যায় অন্য নানান ক্যাম্পে সুযোগ পেয়েছে ঠিকই কিন্তু আবার ২০২৫ সালে দিল্লির রাজপথে আমাদের এনএসএস ভলান্টিয়ার রিয়া বর্ধন অংশ নিতে চলেছে। একটা বড় সাফল্য আমাদের কলেজের। রিয়া বর্ধন আমাদের কলেজের হয়ে হ্যাট্রিক করলো। আর NSS এমন একটা প্লাটফ্রম যেখানে দিল্লিতে অংশগ্রহণ করলেই সে ভালো ভলান্টিয়ার তা নয় এখানে অনেক যোগ্যতা সম্পন্ন ভলান্টিয়ার। আছে। রিয়ার সাফল্যে আমরা সকলেই খুব খুশি।’