এবার কার্ড ছাড়াই মিলবে রেশন!

Uncategorized


নিউজ পোল ব্যুরো: এবার রেশন কার্ড ছাড়াই মিলবে রেশন। এ নিয়ে এক অবিশ্বাস্য পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। ভারতের সাধারণ নাগরিকদের কাছে রেশন প্রকল্পের গুরুত্ব অপরিসীম। রেশন ব্যবস্থার মাধ্যমে দেশের লক্ষ লক্ষ গরিব মানুষের মুখে অন্ন সংস্থান হয়। রেশন ব্যবস্থায় দেশের প্রত্যেকটি মানুষ কতটা পরিমাণ নির্ভরশীল তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। তবে এবার রেশন কার্ড নিয়ে এক বড় বদল আনতে চলেছে সরকার। রেশন নিয়ে বেশ কিছু বড় সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
আমরা সাধারণত জানি রেশন তোলার জন্য প্রয়োজন হয় রেশন কার্ডের। তবে রেশন দোকানে গিয়ে রেশন কার্ডের বদলে আপনারা ব্যবহার করতে পারেন ‘মেরা রেশন ২.০ অ্যাপ’। কার্ডের বদলে এই অ্যাপের মাধ্যমে ভেরিফিকেশন করলে মিলবে রেশন।

কেন্দ্রীয় সরকার ডিজিটাল ইন্ডিয়ার লক্ষ্যে বিগত কয়েক বছরে বেশ কিছু বড় সিদ্ধান্ত নিয়েছে। সেই উদ্যোগগুলির অন্যতম ‘মেরা রেশন ২.০ অ্যাপ’। গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন ‘মেরা রেশন 2.0 অ্যাপ’। অ্যাপটি ইন্সটল করার পর ওপেন করলে আপনার কাছে চাওয়া হবে আধার নম্বর। আধার নম্বর প্রদানের পর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসবে একটা ওটিপি। সেই ওটিপি দিয়ে লগইন করতে হবে অ্যাপে। লগইন হয়ে গেলে আপনি আপনার রেশন কার্ডটি দেখতে পাবেন। এই ডিজিটাল রেশন কার্ড দেখিয়েই আপনি ডিপো থেকে তুলতে পারেন রেশনের খাদ্য সামগ্রী। ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্নকে আরও ত্বরান্বিত করতে কেন্দ্রীয় সরকার এই অভাবনীয় উদ্যোগ গ্রহণ করেছে।